নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- রবিঠাকুরের জন্মদিন পালন উদযাপন সর্বত্রে হলেও রবিঠাকুরের প্রথম সঙ্গীত গুরু কে জানেন? রানাঘাট অনুলিয়া কায়েতপাড়ার বাসিন্দা ছিলেন বিষ্ণু চক্রবর্তী তিনি প্রথম গান শেখান কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে। এমন ব্যাক্তি কে কজন মনে রাখেন? আনুলিয়া কেদারনাথ স্মৃতি পাঠাগারের সীমানায় ১৯৮৪সালে ২৪শে মার্চ বিষ্ণু চক্রবর্তী নামাঙ্কিত স্মৃতিসৌধ প্রতিষ্ঠিত হয়। রবীন্দ্রনাথের জন্মদিন পালন হলেও বিষ্ণু চক্রবর্তী ব্রাত্য থাকলেন নিজের গ্রামে। তিনি এই গ্রামে থাকলেও পরবর্তী কালে কলকাতায় চলে যান পেশা হিসাবে সঙ্গীত কে বেছে নেন। রাজা রামমোহন রায়ের সংস্পর্শে এসে সমাজ মন্দিরের নিয়মিত গায়ক হয়ে উঠেছিলেন বিষ্ণু চক্রবর্তী এরপর মহর্ষি দেবেন্দ্র নাথ ঠাকুরের সঙ্গে পরিচয় হয়। তারপর ঠাকুর বাড়িতে সংগীতাচর্যের দায়িত্ব পান।১৯২১ সালে একটি সভায় রবীন্দ্র নাথ ঠাকুর নিজেই বিষ্ণু চক্রবর্তী কে প্রথম সংগীত গুরু বলে স্বীকার করেন। কোনো সরকারি সাহায্য কিংবা তার স্মৃতি সৌধে জোটেনি একটি মালা।
Home রাজ্য দক্ষিণ বাংলা রবিঠাকুরের জন্মদিন পালন উদযাপন সর্বত্রে হলেও রবিঠাকুরের প্রথম সঙ্গীত গুরু কে জানেন?