নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- রানাঘাট শহরে বিভিন্ন পেশায় যুক্ত সাধারণ মানুষও এদিন বিক্ষোভে সামিল হন। অবস্থান বিক্ষোভ শেষে মোট ৮ দফা দাবিতে ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক, রানাঘাট মহকুমা ভূমি সংস্কার আধিকারিকের কাছেও ডেপুটেশন দেওয়া হয়।
বিক্ষোভকারীদের দাবি, দপ্তরের সমস্ত প্রকার দালাল রাজ অবিলম্বে বন্ধ করতে হবে, অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর মানুষদের জমি সংক্রান্ত প্রতিবেদন মহকুমা শাসকের দপ্তরে সাত দিনের মধ্যে প্রেরণ করতে হবে, টাকা কিংবা উৎকোচের বিনিময়ে সরকারি পরিষেবা দান অবশ্যই বন্ধ করতে হবে, ভূমি দপ্তরের কর্মরত সমস্ত আধিকারিক ও কর্মচারীদের নাম পদ এবং মোবাইল নম্বার নোটিশ বোর্ডের টানাতে হবে ইত্যাদি। সংগঠনের সদস্য ও সাধারণ মানুষের পাশাপাশি রানাঘাট পৌরসভা পৌর প্রধান কোশলদেব বন্দ্যোপাধ্যায়কেও সেদিন অবস্থান-বিক্ষোবের শামিল হতে দেখা যায়। তিনিও বিক্ষোভ সভা থেকে দাবি তোলেন, কোনওভাবেই দুর্নীতি বরদাস্ত করা চলবে না। এতে সরকারের বদনাম হচ্ছে। ডেপুটেশনের বিষয়গুলি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন রানাঘাট ১ নম্বর ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকার অমিও কুমার বিশ্বাস।