স্বাবলম্বন কানেক্ট কেন্দ্র দক্ষিণ দিনাজপুরের উদ্বোধন হলো আজ হিলি ব্লকের তিওড়ে।

0
160

হিলি, নিজস্ব সংবাদদাতা:-  আজ বেলা দু’টায় দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের তিওড় কিষাণ মাণ্ডিতে আনুষ্ঠানিকভাবে স্বাবলম্বন কানেক্ট কেন্দ্রের শুভ উদ্বোধন হলো। এই মহতী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় গীরিধারি নাগ, জোনাল অফিসার অ্যাকসেস লাইভলিহুড, শ্যামল চক্রবর্তী প্রাক্তন শিক্ষক, অরুণ বর্মণ বিশিষ্ট সমাজসেবী, সূরজ দাশ সমাজকর্মী সহ আরো অনেকে। স্বাবলম্বন কানেক্ট কেন্দ্র প্রতিষ্ঠার লক্ষ্য হল উচ্চাকাঙ্ক্ষী উদ্যোক্তাদের তাদের উদ্যোগ স্থাপনের জন্য হ্যান্ড-হোল্ডিং সহায়তা প্রদান করা এবং তাদের টেকসই অর্থনৈতিক অবস্থা অর্জনের জন্য বিভিন্ন সরকারী ও স্বীকৃত প্রতিষ্ঠানের মাধ্যমে তাদের সংযোগ প্রদান করা। , সাথে এসআইডিবিআই ভারতের ৫টি রাজ্যে ১০০টি কেন্দ্র [৫টি রাজ্যের ১০০টি জেলা] স্বাবলম্বন সংযোগ কেন্দ্র প্রতিষ্ঠা করছে। দক্ষিণ দিনাজপুর জেলায় উজ্জীবন এন্টারপ্রাইজ স্বাবলম্বন কানেক্ট কেন্দ্র দক্ষিণ দিনাজপুরের দায়িত্ব ভার গ্রহণ করেন নামক হায়দ্রাবাদের একটি জাতীয় সংস্থার নিকট থেকে । নারী ক্ষমতায়নের উদ্দেশ্যে ভারতীয় ক্ষুদ্র শিল্প বিকাশ ব্যাঙ্ক ( SIDBI ) ও অ্যাকসেস লাইভলিহুড এর যৌথ প্রয়াসে ভারতের পাঁচটি রাজ্যে মোট ১০০টি জেলার সাথে দক্ষিণ দিনাজপুর জেলাতেও শুরু হল স্বাবলম্বন কানেক্ট কেন্দ্র।এই স্বাবলম্বন কানেক্ট কেন্দ্রের মূল উদ্দেশ্যগুলি হল – মহিলাদের ক্ষুদ্র ব্যবসা ও ক্ষুদ্র শিল্প স্থাপনে উৎসাহ প্রদান ও প্রশিক্ষণ প্রদান করা, স্থান ও পরিবেশ উপযোগী বিভিন্ন ব্যবসার আইডিয়া ও তার প্রশিক্ষণের সহায়তা করা, ব্যবসা ও শিল্প প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় লাইসেন্সের অনুমতির ব্যবস্থা করা, ব্যবসা ও শিল্প পরিচালনার দক্ষতা বৃদ্ধি করা, ব্যবসা ও শিল্প পরিচালনার জন্য ক্ষুদ্রঋণের জন্য ব্যাংক ও অন্যান্য আর্থিক সংস্থার সাথে যোগাযোগ করে দেওয়া, সুলভে কাঁচামাল সরবরাহকারী সংস্থাদের সাথে যোগাযোগ করিয়ে দেওয়া, তৈরি মালের ব্র্যান্ডিং ও প্যাকেজিং-এ সহায়তা করা, ই-কমার্সের মাধ্যমে বিজনেস টু বিজনেস, বিজনেস টু কাস্টমারের মঞ্চ স্থাপনের সাহায্য করা, উৎপাদিত দ্রব্য বিক্রয়ে সহায়তা করায় স্বাবলম্বন কানেক্ট কেন্দ্রের মূল উদ্দেশ্য। উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গরা আজকে স্বাবলম্বন কানেক্ট দক্ষিণ দিনাজপুরের অফিস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন। প্রায় ৬০ জন মহিলা উপস্থিত হয়েছিলেন আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে।