জি এস টিতে বেড়েছে রাজ্য এবং কেন্দ্রের আয়, তবে ঘোচেনি বিড়ি শ্রমিকদের দুর্দশা, আন্দোলনের পথে বাম শ্রমিক সংগঠন।

0
339

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- জি এস টিতে বেড়েছে রাজ্য এবং কেন্দ্রের আয়, তবে ঘোচেনি বিড়ি শ্রমিকদের দুর্দশা, আন্দোলনের পথে বাম শ্রমিক সংগঠন।

বিডি শিল্পের পুরনো সেস এবং কর ব্যাবস্থার পরিবর্তন হয়েছে, এসেছে জি এস টি, আর এই নতুন পদ্ধতিতে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের আয় বৃদ্ধি হলেও সমস্যা মেটেনি খেটে খাওয়া বিড়ি শ্রমিকদের।
শুক্রবার বার সি আই টি ইউ অনুমোদিত জলপাইগুড়ি জেলা বিড়ি মজদুর ইউনিয়নের পক্ষ থেকে দশ দফা দাবিতে এক বিক্ষোভ কর্মসূচি পালন এর সঙ্গে জেলার উপ শ্রম আধিকারিকের কাছে স্বারকলিপি প্রদান করে।