নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নতুন বাড়ি তৈরি করতে গেলে দিতে হবে টাকা। দাবি মত ৩০ হাজার টাকা না দেওয়ায়, এক যুবককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল দুষ্কৃতীর বিরুদ্ধে। পাল্টা হিসেবে গ্রামবাসীরাও ওই দুষ্কৃতিকে ধরে বেধড়ক প্রহার করে বৃহস্পতিবার রাত প্রায় দশটা নাগাদ। ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাট থানার শ্যামনগর গ্রাম পঞ্চায়েতের আরআইসি এলাকায়।
স্থানীয় সূত্রের খবর, দীর্ঘদিন ধরে কুপার্স হল্ট স্টেশনের পাশে জুয়া ও সাট্টার ঠেক চালিয়ে আসছে অসীম মণ্ডল। এছাড়াও সে একাধিক অসামাজিক কার্যকলাপের সঙ্গে যুক্ত। তার ভয়ে এলাকার মানুষ কার্যত ভীত সন্ত্রস্ত। অসীমের পাশাপাশি এলাকায় প্রভাব বেড়েছে তার ছেলে অমিত মণ্ডলেরও।
প্রায় চার মাস আগে ভিন রাজ্য থেকে বাড়ি ফেরেন বছর ২২-এর উৎপল বিশ্বাস। বর্তমানে তার বাড়ি নির্মাণের কাজ চলছে। সেজন্য অসীম ওই যুবকের কাছ থেকে ৩০ হাজার টাকা চেয়েছিল বলে অভিযোগ। সেই টাকা দিতে অস্বীকার করায় গত বৃহস্পতিবার রাতে যুবককে জোর করে মদ্যপান করিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। বিষয়টি জানাজানি হতেই রাতেই গ্রামবাসীরা একত্রিত হয়ে অসীমের অবৈধ মদ বিক্রির দোকান ও জুয়ো, সাট্টা ঠেক ভেঙে গুঁড়িয়ে দেয়। গণপ্রহার করা হয় অভিযুক্ত অসীম মণ্ডলকে। পরে পুলিশ পরিস্থিতির নিয়ন্ত্রণ করে। আক্রান্ত দু’জনকেই প্রথমে রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হলে, পরে কল্যাণী জিএনএম মেডিকেলে স্থানান্তরিত করা হয় ।