পূর্ব বর্ধমান জেলায় নব জোয়ার কর্মসূচি নিয়ে প্রবেশ করলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

0
256

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল কংগ্রেসের নতুন কর্মসূচি নেওয়া হয়েছে নব জোয়ার। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শুরু করেছেন এই নবজোয়ার কর্মসূচি। এই কর্মসূচি নিয়েই আজ পূর্ব বর্ধমান জেলাতে প্রবেশ করলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম বিধানসভার ফুটিসাঁকো মোড়ে তাকে স্বাগত জানান পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। যেদিন কর্মীদের উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। পাশাপাশি কেতুগ্রাম বিধানসভার পাঁচুন্দী এলাকায় জনসভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জনসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, “পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী ঠিক করবেন সাধারণ মানুষ। কোন বিধায়ক বা দলের নেতৃত্ব প্রার্থী ঠিক করবেন না। নির্বাচন হয়ে যাওয়ার পর যদি কোন প্রধান বা সদস্য মনে করেন যে আমরা সব কিছু পেয়ে গেলাম সেটা ভুল কারণ তিন মাস অন্তর আমি রিপোর্ট নেব প্রত্যেকটি পঞ্চায়েত থেকে। যদি গাফিলতি ধরা পড়ে তাহলে সেই পঞ্চায়েত প্রধান বা পঞ্চায়েত সদস্যকে সরাতে আমার বিন্দুমাত্র বোধ হবে না। আমরা মানুষের ভোটে জিতে এই মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা দিতে পারছি। মানুষ যদি আমাদের না জয়যুক্ত করে তাহলে কেউ প্রধানমন্ত্রী, কেউ মুখ্যমন্ত্রী,কেউ বিধায়ক, কেউ সাংসদ থাকতে পারবেন না।’ পাশাপাশি তিনি আরো বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের লক্ষীর ভান্ডার দিচ্ছেন আর আমাদের প্রধানমন্ত্রী গ্যাসের দাম বাড়িয়ে সেই লক্ষীর ভান্ডার কেটে নিয়ে চলে যাচ্ছে।’