রাজ্যে ‘দ্য কেরালা স্টোরি’ ছবির নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ বিজেওয়াইএমের।

0
339

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: পশ্চিমবঙ্গে দ্য কেরালা স্টোরি এমা প্রদর্শন বন্ধ করার প্রতিবাদে কোচবিহারে ধিক্কার মিছিল করলো ভারতীয় জনতা যুব মোর্চা। এদিন কোচবিহার জেলার বিজেপির কার্যালয় থেকে ওই ধিক্কার মিছিল বের হয়। শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে ওই মিছিল এসে শেষ হয় জেলা বিজেপির কার্যালয়ে। এদিন ওই মিছিলের নেতৃত্ব দেন ভারতীয় জনতা যুব মোর্চার জেলা সভাপতি কুমার চন্দন নারায়ণ। তিনি ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির কোচবিহার জেলার সাধারণ সম্পাদক বিরাজ বোস, মৃদুল রায় সহ আরও অনেকে।

তাদের দাবি, ৫ই মে সারা ভারতবর্ষ জুড়ে দ্য কেরালা স্টোরি নামক সিনেমাটি রিলিজ হয়েছে। সারা দেশ জুড়ে বহু চর্চিত এই সিনেমাটি সর্বত্রে চলছে। কিন্তু আমরা দেখলাম আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্য কেরালা স্টোরি নামক সিনেমাটি নিষিদ্ধ ঘোষণা করেন। একজন বাঙালি পরিচালকের সিনেমা কে এভাবে নিষিদ্ধ করা হলো তার প্রতিবাদ করছে ভারতীয় জনতা যুব মোর্চা। আমরা চাই এই সিনেমাটি বাংলার বিভিন্ন হলে চলুক এবং বাংলার মানুষ এই সিনেমাটি দেখুক। যদি দ্য কেরালা স্টোরি সিনেমার উপর থেকে নিষিদ্ধ তুলে নেওয়া না হয়। তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো।

এদিন এবিষয়ে ভারতীয় জনতা যুব মোর্চার জেলা সভাপতি কুমার চন্দন নারায়ণ বলেন,দেশের অন্য জায়গায় ‘দ্য কেরালা স্টোরি’ চলছে। অথচ এ রাজ্যে তা কেন বন্ধ করা হবে। তাঁদের দাবি, রাজ্য সরকার এই নির্দেশ প্রত্যাহার করুক। না হলে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা।