পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- যখনই যা মনে হয় তখনই তিনি তা বলে দেন সমস্যার জন্য আগে চিন্তাভাবনা করে না মুখ্যমন্ত্রী। সিভিক পুলিশ সিভিক টিচার এখন কি সিভিক ডাক্তার হবে নাকি যারা ডাক্তার হবে তাদের কাছে কি তৃণমূল নেতারা চিকিৎসা করাবে উইক্রেন থেকে যারা ডাক্তারি পড়ে ফিরেছেন তাদের জন্য কি ব্যাবস্থা করেছেন মূখ্যমন্ত্রী,
এইদিকে কোর্টের নির্দেশ রয়েছে সিভিক পুলিশ দিয়ে ভোট করানো যাবে না সেই জন্যই কি তড়িঘড়ি সিভিকদের পুলিশে নিয়োগ
যদি তাই হয় তবে নিয়োগ হোক এতদিন কেন নিয়োগ হয়নি সিভিরা পুলিশ নয় তারা পার্টির ক্যাডার হিসেবে কাজ করে তারা আইন-শৃঙ্খলা রক্ষা করতে পারে না তারা পার্টির হয়েই কাজ করে তাদের দিয়ে ভোট করানো কিভাবে সম্ভব প্রশ্ন দিলিপ ঘোষের।
বাঁকুড়ার সিমলাপাল শুভেন্দু অধিকারীর সভা বাতিল প্রসঙ্গে দিলিপ ঘোষ। রাজ্য সরকারের দুরাবস্থা, যে সরকার কোন সিদ্ধান্ত নিতে পারেনা বিভিন্ন ক্ষেত্রেই কোর্টে যেতে হয় রাজ্যের বিরোধী দলনেতার সভা তাতেও কোটে যেতে হচ্ছে। একটা সভার অনুমতি দিয়ে সে সভার শান্তি শৃঙ্খলা রক্ষা করতে পারে না পুলিশ,মূখ্যমন্ত্রি সংবিধান,কোট আইন কিছুই মানেন না মানুষ ভোটে জিতিয়েছিল শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কিন্তু উনি তা পারছেন না। সব জায়গায় রাজনীতি করছেন উনি
আদিবাসীদের জন্য তৈরি করা ছাত্রাবাস দীর্ঘদিন ধরে বন্ধ কেন্দ্রীয় সরকার আদিবাসীদের জন্য জহর নবোদয় বিদ্যালয় বানাচ্ছেন, আদিবাসী দের জন্য স্কুল বানাচ্ছে কিন্তু পশ্চিম বাংলার পুরোশিক্ষা ব্যাবস্থা ডুবেগেছে স্কুল ই চলছে না তাও আবার হোস্টেল পড়াশোনায় চলছে না তো হোস্টেলের কি হবে। ইলেকশনের আগে শুধু গ্রিমিক তৈরি করে বাস্তবেতার কাজ হয় না কোন,পঞ্চায়েত নির্বাচনের আগে চোর তারাও গ্রাম বাঁচাও স্লোগান বিজেপি।
সারা পশ্চিম বাংলা জুড়ে এই শ্লোগান হবে বিজেপির
পঞ্চায়েত স্তরে যে লুটপাট হয়েছে তা মানুষ দেখেছেন সমস্ত প্রকল্প থেকে মানুষ বঞ্চিত হয়েছেন হাজার হাজার কোটি টাকা লুট হয়েছে এই বাংলা।য় এর যোগ্য জবাব মানুষ দেবে ,
দীর্ঘদিন ধরে কোনডেন্টাল ডাক্তার নিয়োগ নেই,ডেন্টাল ডাক্তার নিয়োগের জন্য ৩৫লক্ষ টাকা পর্যন্ত নেওয়া হয়েছে এক সময় বাংলার বাইরে থেকে লোক নিয়ে এসে টাকা নিয়ে তাদেল চাকরি দেওয়া হয়েছে।
শুধু পয়সা বাঁচানোর জন্য নিয়োগ হচ্ছে না
কুড়মি আন্দোলন প্রসঙ্গে
ভারতের সংবিধানের বাইরে গিয়ে কেউ কিছু পাবে না আপনাকে সিস্টেমের মধ্যেথাকতে হবে যদি আপনার সাথে অবিচার হয় আপনি কোট পার্লামেন্টে গিয়ে আওয়াজ তুলুন এটা কুড়মী দের প্রতিবাদের আওয়াজ হতে পারে ,তবে গনতন্ত্রের বাইরে গিয়ে কোন লাভ হবেনা,অন্যদিকে কুড়মী অসন্মান করা প্রসঙ্গে
দলের নেতা মন্ত্রীররা এই ধরনের ভাষ ব্যাবহার করেন মুখ্যমন্ত্রী নিজেই অসন্মান জনক ভাষা ব্যাবহার করেন ।
Home রাজ্য দক্ষিণ বাংলা শালবনীর পিড়াকাটায় কর্মী সম্মেলনে যোগদিয়ে রাজ্য সরকারকে একাধিক বিষয়ে কটাক্ষকরলেন দীলিপ ঘোষ।