শ্মশান ঘাটের পরিকাঠামো উন্নয়নে জোরালো দাবি আলিপুরদুয়ার জেলার পূর্ব চকচকা এবং দক্ষিণ রামপুর এলাকাবাসীদের।

0
214

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- শ্মশান ঘাটের পরিকাঠামো উন্নয়নে জোরালো দাবি আলিপুরদুয়ার জেলার পূর্ব চকচকা এবং দক্ষিণ রামপুর এলাকাবাসীদের। শুধু তাই নয় বারবিশা, পশ্চিম চকচকার সহ একাধিক জায়গার কেউ মারা গেলে সৎকারের জন্য ছুটতে হয় ২ নম্বর রায়ড়াক নদীর পারে পূর্ব চকচকায় অবস্থিত শ্মশান ঘাটে। যেখানে কয়েকটা গ্রামের একমাত্র ভরসা সেই শ্মশান ঘাট, সেখানে শ্মশান বন্ধুদের জন্য নেই কোন সুব্যবস্থা। দেহ সৎকারের পর পরিষ্কার পরিচ্ছন্ন করতে প্রয়োজন হয় জলের, তাই শ্মশান বন্ধুদের হাতে বালতি নিয়ে নামতে হয় নদীতে। যদি পাম্পের মাধ্যমে রানিং ওয়াটারের ব্যবস্থা থাকত, তাহলে সে যন্ত্রনা থেকে মুক্তি পেত শ্মশান বন্ধুরা। শ্মশান চত্বরে নেই পানিও জলের ব্যবস্থা, পর্যাপ্ত পরিমাণে আলোর ব্যবস্থা নেই শ্মশান ঘাট চত্বরে। বারবিশা ব্যবসায়ী সমিতির সম্পাদক কার্তিক চন্দ্র সাহা, স্থানীয় বিজেপির পঞ্চায়েত সদস্য প্রশান্ত বর্মন, তৃণমূল কংগ্রেসের আলিপুরদুয়ার জেলা সম্পাদক পিনাক তালুকদার এবং এলাকাবাসীরা সকলেই জোরালো দাবি জানিয়েছেন শ্মশান ঘাটের পরিকাঠামো উন্নয়নের জন্য। দলমত নির্বিশেষে সকলেই দাবি তুলেছেন অতি দ্রুত কুমারগ্রাম ব্লকের পূর্ব চকচকা ২ নম্বর রায়ড়াক নদীর ধারে অবস্থিত শ্মশান ঘাটটির পরিকাঠামো উন্নয়নের জন্য।