সঠিক তদন্ত হলে জলপাইগুড়ির জোড়া আত্নহত্যার ঘটনায় অভিযুক্ত তৃনমূল যুব সভাপতি সহ সবাইকেই সাজা পেতে হবে, মন্তব্য বিজেপি জেলা সভাপতির।

0
333

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- সার্কিট বেঞ্চ থেকে মুল বেঞ্চে যেতে পারবে আবেদনকারীরা, যুব তৃনমূল সভাপতি সহ জোড়া আত্নহত্যার ঘটনায় অভিযুক্তদের ওপর ঝুলেই রইলো সিবিআইয়ের খাড়া।
অপরদিকে এই প্রসঙ্গে শুক্রবার বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামী এক সাংবাদিক সম্মেলনে বলেন, এই ঘটনায় এখন পর্যন্ত যাঁরা গ্রেফতার হয়েছে সবাই তৃণমূলের যুব সভাপতি ঘনিষ্ঠ।
আগামীতে মহামান্য উচ্চ আদালতের নির্দেশে সঠিক তদন্ত হলে এরা সবাই অনুব্রত মণ্ডলের মতোই জেলে যাবে।