কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: শুক্রবার দুপুরে নিয়োগ দুর্নীতি সক্রান্ত মামলায় ৩৬ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশের পর কোচবিহার জেলায় কয়েকশো শিক্ষক শিক্ষিকার চাকরি যায় বলে জানা গিয়েছে। সেই চাকরি বাতিল শিক্ষক শিক্ষিকাদের প্রায় ৩০০-৪০০ জন তারা রাসমেলার মাঠে গাছের ছায়ায় বসে বৈঠক করেন। সেখানে কারা কারা এসে উপস্থিত হয়েছে সেই নামের তালিকাও তৈরি করেছে তারা। সেখানে এই রায়ের বিরুদ্ধে কিভাবে আইনি লড়াই করবেন তা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করেন তারা। যদিও এবিষয় নিয়ে মুখ খুলতে নারাজ চাকরি হারা শিক্ষকরা।
এবিষয়ে কথা বলতে গিয়ে বিজেপির কোচবিহার জেলা সাধারণ সম্পাদক বিরাজ বোসের দাবি, গতকাল ৩৬ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল হয়েছে।এরা চাকরি পেয়েছে টাকার বিনিময়ে। এরা তৃণমূল নেতা মন্ত্রীদের টাকা দিয়েছে। আমার মনে হয় এরা যাদের টাকা দিয়েছে তাদের গলায় পাড়া দিয়ে সেই টাকা আদায় করা উচিত। আর যাদের চাকরি বাতিল হয়েছে তারা নতুন করে প্রশিক্ষণ নিয়ে আবার নতুন করে চাকরি পরীক্ষায় বসুক এবং উত্তীর্ণ হয়ে চাকরি পাক। বিজেপি তাদের সঙ্গে আছে। আর যে সব চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা যারা রাসমেলার ময়দান বসে মিটিং করছো। তারা সেখান থেকে শপথ নিয়ে যেসব নেতাদের টাকা দিয়েছে তাদের বাড়িতে গিয়ে গলায় পাড়া দিয়ে টাকা তুলে নিক। বিজেপি সব সময় আপনাদের পাশে আছে,পাশে থাকবে বলে জানান তিনি।