জলপাইগুড়ি সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে‌র নির্মিয়মান পরিকাঠামো পরিদর্শন করলেন রাজ্য স্বাস্থ্য দপ্তরের ডিরেক্টর অফ মেডিক্যাল এডুকেশন দেবাশিস ভট্টাচার্য।

0
293

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- জলপাইগুড়ি সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে‌র নির্মিয়মান পরিকাঠামো পরিদর্শন করলেন রাজ্য স্বাস্থ্য দপ্তরের ডিরেক্টর অফ মেডিক্যাল এডুকেশন দেবাশিস ভট্টাচার্য। শনিবার দুপুরে মেডিক্যাল কলেজে আসেন তিনি। কলেজের ছাত্র ছাত্রীদের পড়াশোনায় মানোন্নয়নে জোর দিতে শিক্ষক শিক্ষিকাদের নিয়ে আলোচনা করেন এদিন। বলেন, খুব দ্রুততার সঙ্গে কলেজের স্থায়ী পরিকাঠামোর নির্মাণ কাজ শেষ করার চেষ্টা চলছে। আগামী শিক্ষা বর্ষের আগেই হোস্টেল চালু করার চেষ্টা চলছে বলেও জানান। জলপাইগুড়িতে
মেডিক্যাল কলেজ হাসপাতালের কাজকর্মের গতি ও পরিকাঠামো খতিয়ে দেখে সন্তোষ প্রকাশ করেন রাজ্য স্বাস্থ্য দপ্তরের ডিরেক্টর অফ মেডিক্যাল এডুকেশন দেবাশিস ভট্টাচার্য। এই মুহূর্তে জলপাইগুড়ি‌তে জোর কদমে চলছে মেডিক্যাল কলেজ হাসপাতাল
ভবনের নির্মাণের কাজ। জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের উল্টোদিকে গড়ে উঠছে মেডিক্যাল কলেজ ও হাসপাতাল।