ধরাশায়ী বিজেপি, কংগ্রেসের কর্নাটক জয়ের আনন্দের রেশ কালিয়াগাঞ্জে।

0
294

উত্তর দিনাজপুর, রাধারাণী হালদারঃ- কংগ্রেসের কর্নাটক জয়ের আনন্দের রেশ ছড়িয়ে পড়ল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ। সবুজ আবির মেখে ,পটকা ফাটিয়ে, সহ কালিয়াগঞ্জ তলা মোরে কংগ্রেসের রাজিব ভবনে বিজয় উৎসব করল কংগ্রেস।
আজ শনিবার সন্ধ্যায় কালিয়াগঞ্জ বিজয় উৎসব করল কংগ্রেস।
কালিয়াগাঞ্জ ব্লক শহর কংগ্রেস নেতৃত্বের তরফে ওই উদ্যোগ নেওয়া হয়। তালতলায় রয়েছে রাজিব ভবন কংগ্রেসের কার্যালয়। সেখান থেকে এইদিন সন্ধ্যায় শুরু হয় কংগ্রেসের বিজয় উৎসব। সবুজ আবির মেখে,পটকা ফাটিয়ে বিজয় উল্লাসে মাঠে নাচ করে। কর্নাটক জয়ের আনন্দে মেতে ওঠেন কংগ্রেসের নেতৃত্ব ও কর্মিরা।এই বিজয় উৎসবে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি সুজিত দত্ত শহর সভাপতি তুলসী জয়সওয়াল,প্রাক্তন কাউন্সিলর মঞ্জুরি দাম দত্ত প্রভাত সরকার সহ অন্যান্য কংগ্রেস কর্মীরা ।