নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- বালুরঘাটে নির্মীয়মান চেক ড্যামের সামনে স্নান করা নিষিদ্ধ করেছে পুরসভা কর্তৃপক্ষ। দূর্ঘটনা এড়াতে এবারে কড়া পদক্ষেপ নেওয়ার কথা জানালেন বালুরঘাট থানার আইসি । নিয়ম ভেঙ্গে ড্যামের সামনে স্নান করলে গ্রেপ্তার করবে পুলিশ । এদিন বালুরঘাটে চেক ড্যাম পরিদর্শন করে এমনি হুঁশিয়ারি দিয়েছেন বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা । তিনি বলেন, সোশ্যাল মিডিয়ায় অনেকেই প্রচার করছেন বালুরঘাট নাকি দিঘা হয়ে গেছে । সেই ঝোঁকেই অনেকে বিপদ জনক স্থানে স্নান করছেন । তাঁদের সুরক্ষার সার্থেই এমন সিদ্ধান্ত নিয়েছে পুলিশ প্রশাসন । উল্লেখ্য, নিজেদের এলাকায় র্যাবার ড্যাম করে আত্রেয়ী নদীর জল নিয়ন্ত্রণ করছে বাংলাদেশ। খরার মরশুমে প্রায় জল শুন্য অবস্থায় থাকে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ও কুমারগঞ্জের মধ্যে দিয়ে প্রবাহিত আত্রেয়ীর বিস্তৃর্ণ এলাকা। এই নদীর জলস্তর স্বাভাবিক রাখতে বালুরঘাটে আত্রেয়ী নদীর বুকে দ্রুত চেক ড্যাম বা স্বল্প উচ্চতার বাঁধ তৈরির নির্দেশ দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। মাছ চাষ,কৃষিসেচ সহ ওই নদীর উপর নির্ভরশীল মানুষের জীবন জীবিকার স্বার্থে ওই প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে। ৩১ কোটি টাকা বরাদ্দে কাজটি শেষের দিকে। খরার এই মরশুমে নির্মীয়মান এই ড্যামের একদিক খুলে দেওয়া হয়েছে। সেখান দিয়ে প্রবল স্রোতে জল পরছে। কয়েকদিন ধরে সেই জলে স্নান করতে নামার উন্মাদনায় মানুষ। শতাধিক মানুষ পরিবার নিয়ে এক অজানা বিপদের মুখে যাচ্ছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই কড়া পদক্ষেপ নিল পুলিশ প্রশাসন ।
বাইট শান্তি নাথ পাজা