পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- কাঁদছো কেন জল চেয়ে, দূষণে আজ গেছে ছেয়ে।বর্ধমানের ইকরা ইন্টারন্যাশনাল স্কুল এর উদ্যোগে এবং স্বেচ্ছাসেবী সংস্থা শ্রী :সবুজের অভিযান এর সহযোগিতায় আজ ১৩ই মে ২০২৩ শনিবার সকাল ৬:৩০ টায় ‘পানীয় জল অপচয় রোধ’ বিষয়ে সচেতনতা উপলক্ষে একটি র্যালি অনুষ্ঠিত হলো বর্ধমান শহরে।
পানীয় জলের সঠিক ব্যবহার সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে এই সচেতনতা মূলক পদযাত্রা।
এদিন এই পদযাত্রা কেশবগঞ্জ চটি মসজিদের ঠিক উল্টোদিকে ইকরা ইন্টারন্যাশনাল স্কুল থেকে শুরু হয়ে
বর্ধমান রেলওয়ে স্টেশনে এসে শেষ হয়।
র্যালি চলাকালীন পথ চলতি সমস্ত মানুষকে এই কর্মসূচিতে যোগদানের জন্য আহ্বান জানানো হয় |
এই পদযাত্রার মধ্যে দিয়ে শহরবাসীর কাছে বার্তা পৌঁছে দেওয়া হয় যে
“এখনো যদি বাঁচতে চাও,
জল অপচয় রুখে দাও” |
পানীয় জল অপচয় রোধ সংক্রান্ত নানান পোস্টার, প্ল্যাকার্ড হাতে পড়ুয়াদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো |
এই পদযাত্রায় সামিল হন ইকরা ইন্টারন্যাশনাল স্কুল -এর সকল ছাত্র-ছাত্রী, শিক্ষক, শিক্ষাকর্মী ও স্কুল পরিচালন সমিতির সদস্যবৃন্দ | ছিলেন বিশিষ্ট সমাজসেবী সঞ্জয় সাহা এবং স্বেচ্ছাসেবী সংস্থা শ্রী :সবুজের অভিযান এর সদস্যবৃন্দ |