বাঁকুড়া শহরের প্রাণকেন্দ্রে দখল হয়ে যাওয়া ফুটপাত দখল মুক্ত করতে উদ্যোগী পৌরসভা।

0
124

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ শহরের অধিকাংশ ফুটপাত জবর দখল করে আছে হকাররা আর এই কারণে নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ কে অত্যন্ত বেগ পেতে হচ্ছে প্রতিনিয়ত।
সেই কারণেই বাঁকুড়া শহরের প্রাণকেন্দ্র মাচানতলায় হকারদের উচ্ছেদ করতে উদ্যোগী হয় বাঁকুড়া পুরসভা। হকারদের দেওয়া হয়েছে আল্টিমেটাম। সাধারণ মানুষের স্বাচ্ছন্দ্যের কথা ভেবেই এমনটা করা হয়েছে বলে জানিয়েছেন পুরপ্রধান অলকা সেন মজুমদার।
আবার শহরের আরেক প্রান্তে কলেজ মোড় থেকে ভৈরব স্থান পর্যন্ত তৈরি হতে চলেছে ফুটপাত। এই রাস্তাটিতে অবস্থান করছে বাঁকুড়া খ্রিস্টান কলেজের এক প্রান্ত, মিশন গার্লস প্রাথমিক বিদ্যালয়, এসপি অফিস ছাড়াও হাসপাতাল এবং গুরুত্বপূর্ণ কেন্দ্র। ভোরবেলা হলেই এই পুরো রাস্তাটি জুড়ে মর্নিংওয়াক দিতে দেখা যায় বহু মানুষকে। আরবান ডেভেলপমেন্ট এন্ড মিউনিসিপাল অ্যাফেয়ার্স এর তরফ থেকে জানানো হয়েছে যে বাঁকুড়া পুরসভার তত্ত্বাবধানে নতুন রূপ পেতে চলেছে বাঁকুড়া শহরের এই গুরুত্বপূর্ণ রাস্তাটি।
কলেজ মোড় থেকে ভৈরব স্থান পর্যন্ত এই পুরো রাস্তাটি সৌন্দর্যায়ন করাই মূল লক্ষ্য। সুস্থ স্বাভাবিকভাবে যাতে মানুষ হাঁটাচলা করতে পারে ফুটবল ধরে সেই কারণেই তৈরি হতে চলেছে এই বিস্তীর্ণ পেভ ব্লক বসানো ফুটপাথ।

বাঁকুড়া শহরের খোলামেলা ফুটপাতের অভাব দূর করতেই এমন সিদ্ধান্ত পুরসভার। রাস্তাটির সার্বিক রূপ পরিবর্তন এবং সৌন্দর্যায়নের অপেক্ষায় বাঁকুড়া বাসি।