দুবরাজপুর, সেখ ওলি মহম্মদ:- তীব্র দাবদাহে অতিষ্ঠ জনজীবন। একাধিক জেলায় বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। এতে খেটে খাওয়া মানুষ সীমাহীন কষ্ট ভোগ করছেন। তীব্র দাবদাহ উপেক্ষা করেই কাজ করছেন তারা, চালাচ্ছেন রিকশা, ঠেলাগাড়িও। প্রয়োজন ছাড়া অনেকেই বাইরে বের হচ্ছেন না। এই তীব্র তাপপ্রবাহের ফলে নাজেহাল বীরভূম জেলার বাসিন্দারা। তাপমাত্রার পারদ প্রায় ৪০ ডিগ্রি ছুঁই ছুঁই। সকাল ন’টা বাজতে না বাজতেই শুনশান রাস্তাঘাট। নিতান্তই প্রয়োজন না পড়লে বেরোচ্ছেন না কেউই। তাই জরুরি প্রয়োজনে বের হওয়া সাধারণ মানুষের কথা মাথায় রেখে দুবরাজপুর বাসস্ট্যাণ্ডের অটো ইউনিয়নের সদস্যদের পক্ষ থেকে জলসত্রের ব্যবস্থা করা হল। পথচলতি তৃষ্ণার্ত, সাধারণ মানুষ-সহ সবাইকে শরবত ও জল দেওয়া হয়। প্রচন্ড গরমে তেষ্টার মধ্যে এক গ্লাস জল পেয়ে খুশি পথ চলতি সাধারণ মানুষজনও। বাপি দাস নামে এক অটো চালক জানান, দুবরাজপুর থানা মোড়ের কাছে আমাদের অটো স্ট্যাণ্ড রয়েছে। এই তীব্র গরমে আমরা যাত্রীদের নিয়ে অনেক জায়গা অটো নিয়ে যাচ্ছি। সেখানে দেখছি জলসত্রের ব্যবস্থা করেছে। তাই আমরা এই অটো স্ট্যাণ্ডের ৩০ জন চালক মিলে চাঁদা করে আজকে দুবরাজপুর বাসস্ট্যাণ্ডে জলসত্রের ব্যবস্থা করলাম। আজ প্রায় আড়াই হাজার পথ চলতি মানুষকে শরবত ও জলপান করানো হয়।