দ্বিতীয় পর্যায়ে বনাঞ্চল রক্ষার অঙ্গীকার অবৈধ কাঠ ব্যবসায়ীদের।

0
174

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- দ্বিতীয় পর্যায়ে বনাঞ্চল রক্ষার অঙ্গীকার অবৈধ কাঠ ব্যবসায়ীদের। পত্যক্ষ কিংবা পরক্ষভাবে সংরক্ষিত বনাঞ্চল ধ্বংসের কাজে যুক্ত থাকা চার জন, বনাঞ্চল রক্ষা করার অঙ্গীকার করল ভল্কা রেঞ্জে। রবিবার দুপুরে আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের পুর্ব শালবারি এলাকা থেকে চার অভিযুক্তকে ডেকে পাঠান ভল্কা রেঞ্জের অফিসার প্রভাত কুমার বর্মন। অভিযুক্ত চার ব্যাক্তি ভল্কা রেঞ্জে উপস্থিত হয়ে মুচ লেখা দিয়ে স্বীকার করেন আর কোনদিন তারা বনাঞ্চল ধংসের কাজ করবেন না। উল্লেখ, গত শুক্রবার ছয় জন মুচ লেখা দিয়ে স্বীকারউক্তির করার পর দ্বিতীয় পর্যায়ে রবিবার অর্থাৎ আজ চারজন মুছে লেখা দিয়ে অবৈধ ভাবে কাঠের ব্যবসা না করা এবং বনাঞ্চল রক্ষা করার অঙ্গীকার করেন তারা। এবিষয়ে ভল্কা রেঞ্জ অফিসার প্রভাত কুমার বর্মন জানান, ‘যাদের বিরুদ্ধে বনাঞ্চল ধ্বংসের অভিযোগ ছিল তাদের মধ্যে পর্যায়ক্রমে মোট ১০ জন আত্মসমর্পণ করেছে, আরো যারা আছে তারা যদি আত্মসমর্পণ না করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’