মনিরুল হক, কোচবিহার: দিলীপ ঘোষের হাত ধরে বিজেপিতে যোগদান করে তৃণমূলের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মৃত্যুঞ্জয় রায়। সেই মৃত্যুঞ্জয় রায়ের এবার বিজেপিতে মোহভঙ্গ। রবিবার ফের বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তিনি। এদিন কোচবিহার নিউটাউন এলাকায় তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয়ে এসে তৃণমূলে যোগদান করেন। এদিন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মৃত্যুঞ্জয় রায়ের হাতে ফের দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। এদিন সেখানে উপস্থিত ছিলেন মেখলীগঞ্জের তৃণমূল কংগ্রেসের বিধায়ক পরেশ চন্দ্র অধিকারী, প্রাক্তন বিধায়ক হিতেন বর্মন, তৃণমূল নেতা লক্ষ্মীকান্ত বর্মন সহ আরও অনেকে।
এদিন বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়ার পর মৃত্যুঞ্জয় রায় বলেন, গত ২৩ এপ্রিল আমি দিলীপ ঘোষের হাত ধরে বিজেপিতে যোগদান করি। কারন আমাদের নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে তৃণমূল ছেড়ে আমি বিজেপিতে যোগদান করেছিলাম। অনেকদিন থেকেই দলটা করি। বিজেপিতে যাওয়ার পর আমার ভুল বুঝতে পেরে আজ আমি তৃণমূল কংগ্রেস আবার ফিরে আসলাম।
এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, আমাদের দল বড় হয়েছে,তাই কিছু মান অভিমান থাকতে পারে। তিনি আমাদের ভুল বুঝে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন। আজ নিজের ভুল নিজে বুঝতে পেরে পুনরায় তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন। বিজেপিতে যারা যাচ্ছে তারা বিজেপিতে থাকতে পারছে না। সেই কারণে তারা আবার প্রত্যাবর্তন করে তৃণমূলে যোগ দিচ্ছে। এবার আমরা ঠিক করেছি যারা বিজেপিতে যাচ্ছে, তারা যদি তৃণমূলে ফিরে আসতে চায় সবাইকে দলে নেওয়া হবে না। কারণ আমরা কিছু দুর্নীতিগ্রস্থ নেতাদের তাড়িয়েছি। তারা বিজেপিতে যোগ দেওয়ার পর আর তাদের ফেরত নেওয়া হবে না বলে জানান তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক।