মাতৃ দিবসে রানাঘাট নীরাশ্রয়ে বৃদ্ধাশ্রমে কাটছে দিন।

0
288

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- আজ বিশ্ব মাতৃ দিবস। সেই উপলক্ষে মায়েদের প্রতি সন্তানদের ভালবাস কতটা ফেসবুক সোশ্যাল মিডিয়াতে ঝড় উঠেছে। কিন্তূ বাস্তব চিত্র অন্য রকম। সেই খোঁজে বেরিয়ে দেখা গেল মা দের অবস্থা। অনেকে মাকে কতটা ভালোবাসেন তার জন্য নানা উপহার নানা ভেবে এই দিনটা উদযাপন করছে। দশ মাস গর্ভে ধারণ করে মা সন্তানের জন্ম দেন ছোট থেকে মা বাবা লালন পালন করে শাসন করে মানুষ করে তুলতে তাদের প্রচেষ্টা তাদের কষ্ট নিয়ে বড় সমাজের চোখে তাদের কে সুশিক্ষিত, কৃতি ছাত্র, নাম করা ব্যাক্তিত্ব করে তোলেন তার পর সেই বাস্তব কথা। গায়ক নচিকেতার বাস্তব গান টি ফুঠে ওঠে” ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার। মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার,নানা রকম জিনিস আসবাবপত্র দামী দামী। সবচেয়ে কম দামী ছিলাম একমাত্র আমি। ছেলের আমার প্রতি অবক্তিসম্ভ্রম । আমারই ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। রানাঘাট নীরাশ্রয় দেখা গেল সন্তান মা কে দেখেনা ফেলে রেখেছে বৃদ্ধাশ্রমে।