আমরা চিটিংবাজ আর কাটমনির পার্টি নই,খড়গপুর থেকে তৃণমূলের উদ্দেশ্যে মন্তব্য দিলীপ ঘোষের।

0
285

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  আমরা চিটিংবাজ আর কাটমনির পার্টি নই, সোমবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার রেল শহর খড়্গপুরে প্রাতঃভ্রমণ ও চা চক্রে যোগ দেওয়ার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ২০২৪ শে BJP ফিনিশ মন্তব্যের পরিপ্রেক্ষিতে এমনটাই মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ দিলীপ ঘোষ, এই দিন তিনি বলেন স্বপ্ন দেখুন,পাটিতো কালীঘাটে পৌঁছে গেল,গোয়া,আসাম ত্রিপুরা,মহারাষ্ট্র চলে গেল, অন্য জয়গায় দেওয়ার মতো ক্যান্ডিডেট নেই, নিজের পার্টিটা সামলান বিজেপির টা বিজেপি বুঝে নেবে, আমাদের কর্মীরা গ্রামগঞ্জে লড়াই করে পার্টিকে পৌঁছে দিয়েছেন, আর সাধারণ মানুষ বিজেপিকে বিশ্বাস করে,আমরা চিটিংবাজ আর কাটমনির পার্টি নই, গতকাল রায়গঞ্জে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ জমা পড়েছিল কোথাও ল্যাম্পপোস্টে লাইট জ্বলে না, কোথাও বা লাইট খারাপ হয়ে পড়ে রয়েছে, আরএসএস কর্মীদের সেই সব সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই প্রসঙ্গ নিয়ে দিলীপ ঘোষ বলেন আমি সাজিয়ে নিয়ে যান নি তো, ঐসব তো কাজ গ্রাম পঞ্চায়েতের, গ্রাম প্রধানের, পাশাপাশি সমস্ত সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই প্রসঙ্গ নিয়ে দিলীপ ঘোষ বলেন সমস্যার সমাধান তো নয়, নতুন করে সমস্যা তৈরি করে দিয়েছেন। এই যে ৩৬ হাজার যে চাকরি গেল, তাদের অভিশাফ ওদের ঘাড়ে পড়বে, তাদের কাছে কে টাকা নিয়েছে, এই যে এত দুর্নীতি করেছে, ওরা সমস্যা তৈরি করে সমাধান করে না, সমাধান একমাত্র মোদি করেন, অন্যদিকে কর্ণাটকে কংগ্রেস জয়ী হওয়ার পর কেউ মুখ্যমন্ত্রী হবেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছে, সেই প্রসঙ্গ নিয়ে দিলীপ ঘোষ বলেন কংগ্রেসের এটা ট্র্যাডিশন, জিতলে মুশকিল হারলেও মুশকিল, কে মুখ্যমন্ত্রী হবে তা বলা যায় না, হয়তো যে বেশি টাকা তুলে দিয়েছে সেই মুখ্যমন্ত্রী হবে, অন্যদিকে কুড়মি আন্দোলনে নাকি চাল ডাল দিলীপ ঘোষ দিয়েছেন,কুড়মিদের বক্তব্য যে দিলীপ ঘোষ কাকে চাল ডাল দিয়েছে তা জানাক, না হলে আগামী দিনে ঘাগর ঘেরা কর্মসূচির মধ্য দিয়ে দিলীপ ঘোষের বিরুদ্ধে আন্দোলন করা হবে, সেই প্রসঙ্গ নিয়ে দিলীপ ঘোষ বলেন ওরা যদি বেশি বাড়াবাড়ি করে সব কাপড় খুলে নেব, দিলীপ ঘোষের পিছনে যেন লাগবে না আসে, হিম্মত থাকলে শ্রীকান্ত মাহাতোকে রিজাইন করাক, শ্রীকান্ত মাহাতো এম এল এ আছে মন্ত্রী আছে রিজাইন করাক, আমি ওদের সঙ্গে আছি, থাকবো,আমার এলাকায় যারা আন্দোলন করছিল তাদের আমি সহযোগিতা করেছি, উনারা চাইলে উনার নাম ধাম আমি মিডিয়ার সামনে বলবো, অন্যদিকে দিলীপ ঘোষের ভাইপো কে গ্রেফতার প্রসঙ্গ নিয়ে তিনি বলেন ছেলেমেয়েদের ভালোবাসার ব্যাপার, কি কাকে চিঠি দিয়েছে কি হয়েছে, পুলিশ ডেকে পাঠিয়েছিল গ্রেপ্তার করেছে, দোষ যদি করে থাকে সাজা তো পাবেই, না হলে কোট রয়েছে উকিল রয়েছে, ওনারা দেখবেন।