উদ্বোধনের তিন বছর কেটে গেলেও এখনো চালু হলো না ওয়াটার এ টি এম পরিষেবা।

0
142

নিজস্ব সংবাদদাতা, মালদা:—উদ্বোধনের তিন বছর কেটে গেলেও এখনো চালু হলো না ওয়াটার এ টি এম পরিষেবা। চরম জলসঙ্কটের মধ্যে রয়েছেন এলাকার মানুষ থেকে যাত্রীরা। মালদার হবিবপুর ব্লকের বুলবুলচন্ডি অঞ্চলের নতুন বাস স্ট্যান্ড এলাকায় বহু অর্থবায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষ ও বাস যাত্রীদের জল খাওয়ার সুবিধার্থে ওয়াটার এ টি এম জলধার বসানো হয়েছিল।
এবং সেটি উদ্বোধনও করা হয়েছিল। কিন্তু সোমবার তিন বছর পার হয়ে গেলেও সেই ওয়াটার এ টি এম জলধার টি তালা বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। ফলে কার্যত মানুষের পানীয় জলের কষ্ট আজও মিটেনি নতুন বাস স্ট্যান্ড এলাকা। এলাকার মানুষের দাবি জলের সংকট মেটানোর জন্য অবিলম্বে এই ওয়াটার এ টি এম পরিষেবা চালু করুক জেলা প্রশাসন। তবে সাধারণ মানুষের মুখে প্রশ্ন দেখা দিয়েছে বহু অর্থ ব্যায়ে এই ওয়াটার এ টি এম পরিসেবা করাই বা কেন হল আর যদিও সেটি করা হলো তাহলে চালু করার পিছনে সরকার উদ্যোগ নিচ্ছে না কেন।