নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- চাকদা পৌরসভা এবং তাতলা-২ গ্রাম পঞ্চায়েতের যৌথ উদ্যোগে অন্তর্বর্তীকালীন সেন্টার প্রসেসিং ইউনিটের শুভ উদ্বোধন।এই উদ্বোধন ঘিরে মতবিরোধ তৈরী হয় এলাকার বাসিন্দাদের সাথে অঞ্জু চ্যাটার্জী বলেন,আজকের অবরোধে কামালপুর গ্রামবাসী বৃন্দ একত্রিত হয়েছে।আগে কামালপুর এলাকায় জায়গায় জায়গায় নির্মল গ্রাম বলে সাইনবোর্ড ছিল কিন্তু ইদানিং পৌরসভার যত ময়লা সব কামালপুর গ্রামের প্রান্তে ফেলা হচ্ছে। কামালপুরে বাচ্চাদের স্কুল বড়দের স্কুল এবং একটি স্বাস্থ্য কেন্দ্র রয়েছে যেখানে ময়লা ফেলা হচ্ছে সেই রাস্তা দিয়েই সব বাচ্চাদের, বড়দের এবং অসুস্থ ব্যক্তিদের এবং প্রেগন্যান্ট মহিলারা যাতায়াত করছে। কামালপুর এলাকাবাসী চায় অবিলম্বে এই ময়লা ফেলার কাজটি বন্ধ হোক। এলাকার দীনেন্দ্র নাথ ভট্টাচার্য্য বলেন,কামালপুর পঞ্চায়েত এলাকায় পৌরসভার যে ময়লা আবর্জনা সেগুলি কামালপুরে এলাকায় ফেলে ভ্যাটে রূপান্তরিত করা হচ্ছে। তিনটি স্কুল এবং একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। এই গুলিকে উপেক্ষা না করে পৌরসভার ময়লা আবর্জনা গ্রামে ফেলা হচ্ছে। তাই আজকে কামালপুর গ্রামবাসিবৃন্দ একত্রিত হয়েছে এই প্রতিবাদের। প্রশাসন কেউ জানিছেন তারা। তাদের বক্তব্য ‘কামালপুর কি বর্জ্যপদার্থ ফেলার জায়গা পৌরসভা এত জায়গা থাকতে কামালপুরে আবর্জনা কেন?’ গ্রামবাসীর পক্ষ থেকে চেয়ারম্যান কে লিখিত দেয়া হয়েছে। তাও তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না।২০১১-২০১৩ অব্দি ময়লা আবর্জনার জন্য যারা বেশি সমস্যায় পরেছে তারা এই কামালপুর অধিবাসী। চাকদা ব্লক অধিকারী এই বিষয়টি যে পূর্ব নির্ধারিত সে বিষয়টি নিশ্চিত করলেন সকল গ্রামবাসীদের কাছে।
Home রাজ্য দক্ষিণ বাংলা চাকদা পৌরসভা এবং তাতলা-২ গ্রাম পঞ্চায়েতের যৌথ উদ্যোগে অন্তর্বর্তীকালীন সেন্টার প্রসেসিং ইউনিটের...