নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- বেশ কয়েক মাস ধরেই জেলার বিভিন্ন প্রান্তের ব্লাড ব্যাংক গুলিতে ইতিমধ্যে দেখা দিয়েছে রক্তের সংকট। বহু রোগী পরিবার রক্তের কার্ড এবং ডোনার নিয়ে গেলেও মেলেনা রক্ত, যার কারণে নাজেহাল হতে হয় রোগী পরিবারগুলিকে। এবার রক্তের সংকট থেকে একটু হলেও স্বস্তি দিতে এক মহতি রক্তদান শিবিরের আয়োজন করলো রানাঘাট পুলিশজেলা। এদিন নদীয়ার হাঁসখালি থানায় আয়োজন করা হয় এক মহতি রক্তদান শিবিরের। রক্তদাতাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার ডক্টর কে কান্নান, অতিরিক্ত পুলিশ সুপার রুপান্তর সেনগুপ্ত, হাঁসখালি থানার নব ভারপ্রাপ্ত আধিকারিক লালটু ঘোষ সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। এই মহতী রক্তদান শিবিরে রক্তদান করতে দেখা গেল, সিভিক ভলেন্টিয়ার, মহিলা পুলিশ কর্মী এবং কর্মরত পুলিশ কর্মীদের। এই রক্তদান শিবিরের শেষে পুলিশ সুপার ডক্টর কে কান্নান জানিয়েছেন, এক ফোঁটা রক্ত করতে পারে একটি মানুষের জীবন দান, প্রত্যেকের উচিত রক্তদান করা, আপনিই পারেন একজনের জীবন দান করতে। তবে রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার পরিবর্তন হওয়ার পর থেকেই সামাজিক বিষয়ে অনেকটাই লক্ষনীয় লক্ষ্য করা যাচ্ছে। যা জেলা পুলিশকে আগে কখনো লক্ষ্য করা যায়নি। অন্যদিকে বুদ্ধিজীবীরা জানিয়েছেন, মানুষের স্বার্থে কাজ করে পুলিশ প্রশাসন, আজকে তাদের এই ধরনের প্রচেষ্টাকে স্মরণ করেই এগিয়ে যাবে নতুন প্রজন্ম।