নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- সরকারি পোশাক দিলেও সরকারি স্বীকৃতি দেয়নি। তাদের পারিশ্রমিক বা উৎসাহ ভাতা ভাগে ভাগে দেওয়া হচ্ছে।এক ধরনের কাজের কথা বলে একাধিক ধরনের কাজ করানো হচ্ছে। তাই তারা আর ছলচাতুরি মানছেন না মানবেন না। এই স্লোগান তুলে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এর দপ্তরের সামনে বিক্ষোভ দেখালেন আশা কর্মীরা। আজ নদিয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে কয়েকশো আশা কর্মীরা তাদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে কৃষ্ণনগর মুখ্য জেলা স্বাস্থ্য আধিকারিক দফতরের সামনে বিক্ষোভ দেখান। তাদের দাবি তাদের পারিশ্রমিক বা উৎসাহ ভাতা বিভিন্নভাবে ভাগে ভাগে দেয়া হচ্ছে। তাদেরকে দিয়ে বিভিন্ন ধরনের কাজ করানো হয়। অথচ এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে তাদের কোন স্বীকৃতি দেওয়া হয়নি। একপ্রকার অনৈতিকভাবে তাদেরকে দিয়ে বিভিন্ন ধরনের কাজ করানোর প্রতিবাদ জানিয়ে তারা বিক্ষোভ দেখান এবং ডেপুটেশন দেন।
Home রাজ্য দক্ষিণ বাংলা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এর দপ্তরের সামনে বিক্ষোভ দেখালেন আশা কর্মীরা।