তমলুক শহরে পথ দুর্ঘটনায় মৃত্যু এক মোটরসাইকেল আরোহীর,চাঞ্চল্য।

0
139

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  পথ দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরে, জানা গিয়েছে প্রত্যেক দিনের মত সকালে মোটরসাইকেলে করে এসে তমলুকের মানিকতলায় গাড়ি ধরতেন ওই ব্যক্তি। পেশায় ছিল গাড়ি চালক। তমলুক থানার নিমতৌড়ি এলাকার কুলবেড়িয়া গ্রামে বাড়ি মৃত শুভঙ্কর মাপারু র(৪০)। মঙ্গলবার সকালে বাড়ি থেকে বেরিয়ে আসে মোটরসাইকেল নিয়ে। হলদিয়া মেছেদা রাজ্য সড়কের পদুমবসান এলাকায় কোন একটি গাড়ির সঙ্গে ধাক্কা লেগে ছিটকে রাস্তার পাশেই দীর্ঘদিনের পড়ে থাকা একটি বোলে ধাক্কা মারে। যে সময় দুর্ঘটনা ঘটে সেই সময় বেঁচে ছিল ওই মোটরসাইকেল আরোহী। কিন্তু রাস্তায় পথচারীরা দেখলেও কেউ সাহস করে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেনি। দীর্ঘক্ষণ পড়ে থাকার পরে মৃত্যু হয় ওই মোটরসাইকেল আরোহীর। জানা গেছে বাড়িতে রয়েছে মা-বাবা, স্ত্রী ও দুই বছরের এক পুত্র সন্তান। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আছে তমলুক থানার পুলিশ। মৃত দেহটি তাম্রলিপ্ত মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে ময়নাতদন্তের জন্য। খবর পেয়ে তাম্রলিপ্ত মেডিকেল কলেজে ছুটি আসে মৃত ছেলেটির মা ও পরিবারের আত্মীয়-স্বজন।