নির্মল পরিবেশের বার্তা নিয়ে সাইকেল রালী কোলাঘাটে।

0
244

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  দূষণ মুক্ত পরিবেশ গড়ে তুলতে, সামাজিক অবক্ষয় রোধ এবং মূল্যবোধের স্লোগান ও পোস্টার নিয়ে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থেকে শুরু হল সাইকেল রালী। কোলাঘাট হাইস্কুলের প্রধান শিক্ষক বিপ্লব ভট্টাচার্য্যর নেতৃত্বে চারজন প্রাক্তন ছাত্র সহ পাঁচ জন এই রালীতে অংশ নিয়েছেন। নির্দিষ্ট কর্মসূচি অনুযায়ী প্রথমে হুগলি রাধানগর সমাজ সংস্কারক মনিষী রাজা রামমোহন রায়ের জন্মস্থান শ্রদ্ধা জানিয়ে, প্রচারসুচি সম্পন্ন করে রালী পৌঁছাবে বীরসিংহ গ্রামে পন্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জন্মস্থানে। ওখানে শ্রদ্ধাজ্ঞাপন এবং প্রচার কার্য সম্পন্ন করে কোলাঘাটে পৌঁছাবে পরদিন অর্থাৎ ১৭ই মে সন্ধ্যায়। সাইকেলে এই সমূহ পথ অতিক্রম করতে অতিক্রম করতে হবে প্রায় ১৩০ কিমি পথ সাইকেলে রান করতে হবে।
এই দিন কোলাঘাট থেকে ভোর পাঁচটায় সাইকেল রালীর শুভ সূচনায় সংকেত ক্লাবের পক্ষে অংশ গ্রহণ কারীদের শুভেচ্ছা জানানো হয়। অংশ গ্রহণ কারীদের পক্ষে বিপ্লব ভট্টাচার্য্য জানান রালীর পর অসন্ন বর্ষায় তারা প্রায় এক হাজার বৃক্ষচারা রোপণ ও বিতরণের উদ্যোগ নিয়েছেন।