নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- স্নাতক স্তরের ফার্স্ট সেমিস্টারের প্রথম পরীক্ষা হিসাবে কম্পালসারি বাংলা ছিলো আজ। শান্তিপুর কলেজে সিট পড়ে কৃষ্ণনগর ডিএল রায় কলেজের ১০৮০ জন পড়ুয়াদের।
পরীক্ষা শুরুর আগে, ছাত্র-ছাত্রীদের কথা অনুযায়ী ,শান্তিপুর কলেজের ক্যাম্পাসের মধ্যে ডি এল রায় কলেজের ইউনিয়নের ছেলেদের সাথে শান্তিপুর কলেজের এক অধ্যাপক রামকৃষ্ণ মন্ডলের বচসা বাধে ।
তবে, পরীক্ষার্থী না হয়ে শান্তিপুর কলেজ ক্যাম্পাসে কিভাবে ঢুকলো ইউনিয়নের ছেলেরা সে প্রসঙ্গে শান্তিপুর কলেজের আরক্ষীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, পরীক্ষার্থী না হয়েও তারা কলেজে প্রবেশ করতে চাইছিলো পরীক্ষায় নকল করার সহযোগিতার জন্য, বাধা দিলেই এই বাধে এই অশান্তি ।
এরপর তারা ক্লাসরুমের সামনে রাখা বেশ কয়েকটি গাছের টব ভাঙচুর করে। পরীক্ষা কেন্দ্রের দরজা জানলা ভাঙচুর করে, বেশ কিছুটা সময় বিলম্বে শুরু হওয়ার পর, শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। পরীক্ষা শেষ হওয়ার মুহূর্তে আবারো রণক্ষেত্রের চেহারা নেয় শান্তিপুর কলেজ।
অন্যদিকে শান্তিপুর কলেজের সিট পড়েছিলো কৃষ্ণনগর গভমেন্ট কলেজেএ সেখানেও বেশ কিছু ছাত্রদের আটকে রেখে মারধর করা হয়েছে বলে অভিযোগ।
তবে এ বিষয়ে, প্রথম অশান্তির সূত্রপাতের সাক্ষী অধ্যাপক রামকৃষ্ণ মন্ডল এ বিষয়ে মুখ খোলেননি।
প্রধান অধ্যক্ষা ডঃ চন্দ্রিমা ভট্টাচার্য আজ উপস্থিত না থাকার কারণে, ভারপ্রাপ্ত অধ্যাপক দীপঙ্কর ভট্টাচার্য জানান গোটা বিষয়টি অধ্যক্ষা এবং গভর্নিং বডির সভাপতি তথা বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী এবং পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে।
Home রাজ্য দক্ষিণ বাংলা পরীক্ষা শুরুর প্রথম দিনেই রণক্ষেত্র নদীয়ার শান্তিপুর কলেজ, দফায় দফায় ভাঙচুর।