নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ফালাকাটা পুর এলাকা ফুটপার দখল মুক্ত করতে অভিযানে নামল ফালাকাটা পুরসভা। মঙ্গলবার ফালাকাটার পুরসভার চেয়ারম্যান প্রদীপ কুমার মুহুরী ও পুরসভার সকল কাউন্সিলরদের নিয়ে অভিযানে নামেন। ফালাকাটা মেনরোড ১৭ নম্বর জাতীয় সড়ক এবং নেতাজি রোড ফুটপাত বিভিন্ন ভাবে দখল করে রেখেছিল কিছু ব্যবসায়ীরা। জানা গিয়েছে, ফালাকাটা পুরসভা এবং ফালাকাটা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মাইকিং করে ফুটপাত দখল মুক্ত করবার জন্য আহ্বান জানায়। তার শেষ সময়সীমা ছিল ১৫ তারিখ সোমবার পর্যন্ত। যে সকল দোকানদাররা সেই সময়সীমার মধ্যে ফুটপাত দখল মুক্ত করেনি মঙ্গলবার সেই দখল করা ফুটপাত পথ পথচারীদের জন্য দখলমুক্ত করতে অভিযানে চালালো ফালাকাটা পুরসভা। এদিন ফালাকাটা পুরসভার চেয়ারম্যান প্রদীপ কুমার মুহুরী বলেন, সময়সীমা পেরিয়ে গেছে তাই আজ আমরা অভিযানের নামলাম। আজকে আমরা মৌখিক ভাবে সকলকে জানিয়ে গেলাম। আগামীকাল থেকে ফুটপাতে যে সকল জিনিসপত্র থাকবে সেগুলো বাজেয়াপ্ত করা হবে। এরপরও যদি কেউ ফুটপাত আটকে রাখে বা দখল করে তার বিরুদ্ধে আইনান্য ব্যবস্থা গ্রহণ করা হবে।
Home উত্তর বাংলা আলিপুরদুয়ার ফালাকাটা পুর এলাকা ফুটপার দখল মুক্ত করতে অভিযানে নামল ফালাকাটা পুরসভা।