পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্মবার্ষিকী কিছুদিন আগেই পেরিয়ে এসেছি আমরা। কিন্তু কবি গুরুকে স্মরণ যে শুধু একদিনে করা হয় তা নয় গোটা বৈশাখ মাস জুড়ে বিভিন্ন জায়গায় কবিগুরুর স্মরণে করা হয়েছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও কবি গুরুর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা সভা। সেই মর্মে আজ বর্ধমান মহারাজাধিরাজ উদয়চাঁদ মহিলা মহাবিদ্যালয় এর উদ্যোগে আয়োজন করা হয়েছে অচেনা রবীন্দ্রনাথ। এই অনুষ্ঠানের প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন অধ্যাপক অধ্যাপিকা ডক্টর সবুজ কলি সেন, প্রাক্তন উপাচার্য বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। সংশ্লিষ্ট বিষয় তিনি আলোকপাত করেন আজ।আজ এই অনুষ্ঠানটি কলেজের অডিটরিয়ামে আয়োজন করা হয়।আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপিকা ডক্টর সবুজ কলি সেন, বর্ধমান মহারাজাধিরাজ উদয়চাঁদ মহিলা মহাবিদ্যালয় প্রিন্সিপাল ডক্টর বাণীব্রত গোস্বামী, অধ্যাপক ঋষিগোপাল মন্ডল সহ কলেজের সমস্ত অধ্যাপক ও অধ্যাপিকাগন। প্রিন্সিপাল ডক্টর বাণীব্রত গোস্বামী বলেন, আজ আমাদের অচেনা রবীন্দ্রনাথ এই অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন অধ্যাপিকা ডক্টর সবুজ কলি সেন। তার উপস্থিতিতে আমাদের এই কলেজ ধন্য। আমাদের ছাত্র-ছাত্রীরা আজ রবীন্দ্রনাথকে এক অন্যরূপে চিনতে পারবেন। আমরা শ্রদ্ধা জানাই সেই সমস্ত দেশনায়কদের যারা দেশের জন্য প্রাণ ত্যাগ করেছিলেন।