রূপারূপ নাট্য সংস্থা আয়োজিত পঞ্চদশ বর্ষের রবীন্দ্র নজরুল সন্ধ্যা কথায় কবিতায় নৃত্যে নাটকে নাচে গানে পালিত হলো ছোট বাজার মোড়ে অস্থায়ী সাংস্কৃতিক মঞ্চে।

0
330

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- রূপারূপ নাট্য সংস্থা আয়োজিত পঞ্চদশ বর্ষের রবীন্দ্র নজরুল সন্ধ্যা কথায় কবিতায় নৃত্যে নাটকে নাচে গানে পালিত হলো ছোট বাজার মোড়ে অস্থায়ী সাংস্কৃতিক মঞ্চে। রবীন্দ্র- নজরুল প্রতিকৃতিতে মাল্যদানে শুরুতেই শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন কউন্সিলর তপতী বসু৷ প্রাকৃতিক দুর্যোগ তবুও ঠাকুরের উপর ভরসা রেখে প্রাণের ঠাকুর রবিঠাকুর এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে শ্রদ্ধা জ্ঞাপন করলেন ৬৩ জন কবি প্রেমী৷ পথ চলতি বহু রবীন্দ্র – নজরুল প্রেমী মানুষ আলোকিত হলো নজরুল এবং রবির কিরণে ৷ রানী ব্যানার্জীর নৃত্যশ্রী ডান্স গ্রুপ . মুনমুন মজুমদারের পৌষালী ডান্স গ্রুপ – সহেলী রাহা- সৌমিত্র ধরের নৃত্য পরিবেশন প্রশংসনীয়৷ প্রবীন সঙ্গীত শিল্পী বলাই মুখোপাধ্যায়ের সূচনা সংগীত ছিলো অনবদ্য৷ টিনা চক্রবর্তী – অনুস্মিতা – সোমা চক্রবর্তী- কনকলতা হাজরা-শান্তনু ধারা – তপন মোহন্ত এবং মৌসুমী রায়ের নজরুল এবং রবীন্দ্র গান সন্টে বাবুর বেহালার সুর শতাধিক সংস্কৃতি প্রেমীর হৃদয় ছুঁয়ে যায় ৷ রূপারূপের নাট্যকর্মী এবং শুভার্থী মানস সরকার – বাবু ঘোষাল – ডঃ কুজ্ঞবন বিশ্বাস – ন্যান রায় – সুভাষ রায় রা কেউ কথায়_ কবিতায় – অভিনয়ে – গানে মুগ্ধ করেন এবং কর্ণধার . গোপাল মুখার্জি সহ টিম রূপারূপকে কুর্ণিশ জানান৷ সুস্থ সংস্কৃতির অঙ্গনে সারাবছর কাজ করার জন্য গোপাল – সুবোধকে অভিবাদন জানান৷ ২ ঘন্টার সমগ্র অনুষ্ঠানটির সৃজনশীল ভাবনা ও নজরুল এবং রবীন্দ্র কথায় গঙ্গাজলে গঙ্গা পূজা করলেন রানাঘাট রূপারূপ নাট্যসংস্থার সম্পাদক গোপাল মুখার্জি এবং সহ সম্পাদক শিক্ষক সুবোধ দেবনাথ ৷