নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- অবৈধ কাঠ এবং জঙ্গলের টিয়া পাখি বিক্রির অভিযোগে আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের মধ্য হলদিবাড়ি থেকে গ্রেপ্তার এক ব্যাক্তি । বুধবার বিকেলে ধৃত ব্যাক্তির বাড়িতে আভিয়ান চালায় ভল্কা রেঞ্জের আধিকারিকরা। উদ্ধার হয় 10 cft চেরাই করা শাল এবং সেগুন কাঠ এবং একটি টিয়া পাখি। গ্রেপ্তার করা হয় ধীরাজ রায় নামে এক ব্যাক্তিকে। ধৃত ব্যাক্তির আনুমানিক বয়স 40 বছর। এদিন ওই ব্যাক্তির স্বাস্থ্য পরিক্ষা করা হয় কামাখ্যাগুড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। বৃহস্পতিবার ধৃত ব্যাক্তিকে আদালতে পেস করা হবে বলে জানা গিয়েছে। উদ্ধার হওয়া কাঠের আনুমানিক বাজার মুল্য চল্লিস হাজার টাকা। এবিষয়ে ভল্কা রেঞ্জ অফিসার প্রভাত কুমার বর্মন জানান, ধৃত ব্যাক্তির বিরুদ্ধে বন্য প্রান সুরক্ষা আইন অনুযায়ী সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। বন দপ্তরের পক্ষ থেকে এধরনের অভিযান লাগাতার চলবে।
Home উত্তর বাংলা আলিপুরদুয়ার অবৈধ কাঠ এবং জঙ্গলের টিয়া পাখি বিক্রির অভিযোগে আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের...