নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- এক সপ্তাহে দু’দু বার মহিষ উদ্ধার আসাম বাংলা সিমানায়। কখনো বিহার থাকে এরাজ্য হয়ে মেঘালয়ে আবার কখোন উত্তর প্রদেশ থেকে এ রাজ্য হয়ে আসামে পাচার করা হয় মহিষ। বন্ধ কন্টেনারের ভেতরে ঠাসাঠাসি অবস্থায় গাড়ি ভত্রিকরে পাচার করা হয় মহিষ। ফের সেই ঘটনার পুনরাবৃত্তি বুধবার। বিশেষ সূত্র মারফত সে খবর পৌঁছায় কুমারগ্রাম থানার বারোবিশা ফাড়ির পুলিশের কাছে। সে মোতাবেক আসাম বাংলা সীমানার পাকড়িগুরিতে নাকা চেকিং শুরু করে বারবিশা ফাড়ির পুলিশ। ৩১ নং জাতীয় সড়ক ধরে আসামের অভিমুখে সমস্ত কন্টেনার গাড়ি থামিয়ে তল্লাশি শুরু করে পুলিশ। মেলে সাফল্য। উদ্ধার হয় একটি কন্টেনার গাড়ির ভেতর থেকে ২৫ টি বড় আকৃতির মহিষ। গাড়ির চালক মহিষ পরিবহনের বৈধ কাগজ দেখাতে না পারায় পুলিশ তাকে গ্রেপ্তার করে কন্টেনার গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে। ধৃত গাড়ির চালকের নাম মোহাম্মদ আরিফ। তিনি উত্তর প্রদেশের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, ধৃত ওই ব্যক্তির স্বাস্থ্য পরীক্ষার পর বৃহস্পতিবার আদালতে পেশ করা হবে। উদ্ধার হওয়া মহিষগুলিকে বারোবিশা লাল স্কুলের একটি খামারে দেখ ভালের জন্য রাখা হয়েছে।