কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- কোচবিহারে হেরিটেজ গেট নিয়ে বিতর্ক শুরু হয়েছে। এবার সেই গেটের সামনে বিক্ষোভ দেখালেন কোচবিহার নাগরিক মঞ্চ নামে একটি সংগঠন। বৃহস্পতিবার দুপুরে কোচবিহার শহরের প্রবেশের মুখে খাগড়াবাড়ি এলাকায় নমনির্মিত গেটের সামনেই বিক্ষোভ দেখান কোচবিহার নাগরিক মঞ্চের সদস্যরা। তাদের অভিযোগ কোচবিহারের ঐতিহ্য না মেনেই তৈরি হচ্ছে এই গেট। এদিন পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় ঐ সংগঠন। কোচবিহারকে হেরিটেজ শহর হিসেবে চিহ্নিত করেছে রাজ্য সরকার। সেই জায়গায় দাঁড়িয়ে প্রশাসনের তরফ থেকে শহরজুড়ে একাধিক কাজকর্ম করা হচ্ছে তেমনি কোচবিহার শহরের প্রবেশের মূল পথ খাগড়াবাড়ি চৌপতি সংলগ্ন এলাকায় তৈরি করা হয় হেরিটেজ গেট। আর সেই গেটকে কেন্দ্র করেই বিতর্ক সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ঝড়। অনেকেই অভিযোগ করে বলছেন কোচবিহারের ঐতিহ্য না মেনে এই গেট তৈরি করা হচ্ছে। যদিও প্রশাসনের দাবি ঐতিহ্যমেনেই তৈরি হচ্ছে এই হেরিটেজ গেট।
এদিন এবিষয়ে নিয়ে কোচবিহার নাগরিক মঞ্চের সদস্য উৎপল সরকার জানান, কোচবিহারের ভাবাবেককে আহত করছে এই সরকার। তুঘলকি সাম্রাজ্য চলছে। আমরা কোচবিহারে বসবাস করি যার নিজস্ব ঐতিহ্য কৃষ্টি এবং সংস্কৃতি রয়েছে। আমরা কোন মুসলিম অধ্যুষিত রাজ্যে বসবাস করি না। জি আদলে কোচবিহারের হেরিটেজ তৈরি হচ্ছে সম্পূর্ণ মুসলিম স্থাপত্যের অংশ হিসেবে এই দাবি করছেন তারা। সুতরাং অবিলম্বে এই বিষয়ে চিন্তা ভাবনা করুক জেলা প্রশাসন এবং হেরিটেজ সোসাইটি। কাজ বন্ধ করার ডাক দিয়েছে কোচবিহার নাগরিক মঞ্চ।