কোচবিহার MJN হাসপাতালে দন্ত বিভাগের জন্য স্কেলিং এবং আরসিটি মেশিন উদ্বোধন করলেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থপ্রতিম রায়।

0
253

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:-  কোচবিহার জেলার সাধারণ মানুষের কথা ভেবে এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালের দন্ত বিভাগের জন্য স্কেলিং এবং আরসিটি মেশিন উদ্বোধন করলেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। এদিন সেখানে তিনি ছাড়াও উপস্থিত ছিলেন এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালের এমএসভিপি ডাঃ রাজীব প্রসাদ সহ সংশ্লিষ্ট বিভাগের চিকিৎসকরা সহ অনেকে।

হাসপাতাল সূত্রে জানা গেছে,মানুষ হয়তো মাসে একদিন বা ১৫ দিন পর ১ দিন দাতের চিকিৎসা বাইরে কোন চিকিৎসককে টাকা খরচ করে দেখান। কিন্তু আমাদের কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিদিন ৪ – ৫ জন করে চিকিৎসা করা হবে। কারণ মানুষের এখন মূল সমস্যা হয়ে উঠেছে দাতের সমস্যা। কারো মুখে গন্ধ, কারো দাত থেকে রক্ত পড়ে, দাতের মারি ফেটে যায়। এই সমস্ত বিষয়ের ওপর এই মেশিন দুটো দিয়ে চিকিৎসা করা হবে বলে জানা গেছে।

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পার্থপ্রতিমবাবু বলেন,‘দন্ত বিভাগের জন্য স্কেলিং এবং আরসিটি মেশিন উদ্বোধন করা হলো। আমরা চেষ্টা করছি আধুনিক পরিষেবা মানুষকে দেওয়ার জন্য। শুরুতে বেশকিছু সমস্যা দেখলাম। আগামী সাতদিনের মধ্যে সমস্যা মিটে যাবে। এখন থেকে যাতে সাধারণ মানুষ দাতের বিভিন্ন রকম অপারেশন বা ব্যয়বহুল এই দুটি পরিষেবা এখান থেকেই রোগীরা পাবেন। আমরা সেই চেষ্টায় সব সময় করার চেষ্টা করছি।’