দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:-দক্ষিণ দিনাজপুর জেলা যাতে রক্তের যোগান সঠিক থাকে এবং রক্তের সংকট না ঘটে সেই বিষয়ে উদ্যোগই হলো দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন। বৃহস্পতিবার সকালে এই বিষয়ে একটি বৈঠক করে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন বালুরঘাটের বালু ছায়া সভাগৃহে। শতাধিক ক্লাব সংগঠনের সদস্যদের উপস্থিতিতে এ দিনের বৈঠক আয়োজিত হয়। এই বইটাকে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলা শাসক বিজিন কৃষ্ণ, অতিরিক্ত জেলাশাসক বিবেক কুমার সহ অন্যান্য বিশিষ্টজনেরা। জেলার একটি রোগীও যাতে রক্তের অভাবে কষ্ট না পায় সেই লক্ষ্যে আজকের এই বৈঠক বলে জানা গেছে।
Home রাজ্য উত্তর বাংলা জেলায় রক্তের জোগান সচল রাখতে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগ, বালুরঘাটে ক্লাব...