পূর্ব মেদিনীপুর জেলার এগরার খাদিকুল বিস্ফোরণের ঘটনাস্থলে এলেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।

0
305

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব মেদিনীপুর জেলার এগরার খাদিকুল বিস্ফোরণের ঘটনাস্থলে এলেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।পরিদর্শন করলেন ঘটনাস্থল। মৃত পরিবার বর্গের সাথে তিনি দেখা করে তাদের সমবেদনা জানান। ইতি মধ্যেই বৃহস্পতিবার গ্রেফতার হয়েছে এই বিস্ফোরণ কান্ডের মূল অভিযুক্ত ভানু বাগ। ভানু বাগকে গ্রেফতার করতে কেন এত দেরি হল তা নিয়ে অভিযোগ করেন দিলীপ ঘোষ। ঘটনাস্থলে এসে পুলিশ ও রাজ্যের শাসকদলকে সমালোচনা করতে দেখা যায় দিলীপ ঘোষ কে। গুরু পাপে লঘু দন্ড দেওয়া হয়েছে অভিযুক্তদের এমন টাই শোনা যায় দিলীপ ঘোষের কণ্ঠে। দিলীপ ঘোষও এই দিন ঘটনাস্থলে এসে ঘটনার এনআইএ তদন্তের দাবি জানান। গত বুধবার বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী এসেও এন আই এ তদন্তের দাবি জানিয়ে ছিলেন। এই দিনও একই সুর শোনা গেল দিলীপ ঘোষের কন্ঠেও। রাজ্য সরকারের এই তদন্ত নিয়ে প্রশ্ন তোলেন দিলীপ ঘোষ।ঘটনা সূত্রে জানা যাচ্ছে, উড়িষ্যার একটি হাসপাতালে চিকিৎসাধীন ভানু বাগ। ভানুর ছেলে ও ভাইপোকেও গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যেই। এই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতোর। এই দুর্ঘটনায় প্রকৃত অপরাধীর শাস্তি চাইছে আপামর মানুষ। বৃহস্পতিবার ঘটনার স্থলে দিলীপ ঘোষ আসার পর গ্রামবাসীরা তাদের অভিযোগের কথা জানান।