পাইকর, সেখ ওলি মহম্মদঃ- বড়সড় সাফল্য বীরভূম জেলার পাইকর থানার। দীর্ঘদিন ধরে বাইক চুরির ঘটনা ঘটছিল পাইকর থানা এলাকায়। আর এই চুরি যাওয়া বাইক চলে যেত ভীন জেলায়। তাই গোপন সূত্রে খবর পেয়ে পাইকর থানার পুলিশ মালদা জেলা থেকে দুই বাইক চোরকে গ্রেপ্তার করে। তাঁদের জিজ্ঞাসাবাদ করে পাইকর এলাকার বিভিন্ন গ্রাম ও মালদা জেলার কালিয়াচক থেকে চুরি যাওয়া ২২ টি মোটর বাইক উদ্ধার করল পাইকর থানার পুলিশ। উল্লেখ্য, পাইকর থানার ওসি সেখ কাবুল আলীর নেতৃত্বে পাইকর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে মালদা জেলার কালিয়াচক গ্রামের দুই দুষ্কৃতী বাবলু মিয়া ও মণ্টু মিয়াকে গ্রেপ্তার করে। তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করার পর ২২ টি মোটর বাইক উদ্ধার করে পাইকর থানার পুলিশ। দুই দুষ্কৃতীকে রামপুরহাট আদালতে তোলা হলে বিচারক তদন্তের স্বার্থে বাবলু মিয়াকে ১২ দিন এবং মণ্টু মিয়াকে ১০ দিনের পুলিশী হেফাজতের নির্দেশ দেন। উল্লেখ্য, ধৃতদের বাড়ি মালদা জেলার কালিয়াচক গ্রাম হলেও তাঁরা বীরভূমের একাধিক জায়গায় মোটর বাইক চুরির সাথে যুক্ত। যদিও তাঁদেরকে জিজ্ঞাসাবাদের পর আরও চারজন অভিযুক্তের সন্ধান পাওয়া গেছে। তাদের ৩ জনের বাড়ি বীরভূমের পাইকর এলাকায়। বাকি একজন মালদা জেলার। পুলিশ তাদের ধরার জন্য তল্লাশি শুরু করেছে।