কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: – বড় হয়ে ইউপিএসসি ও আই পি এস পরীক্ষা দিয়ে প্রশাসন চালানোর দায়িত্ব নিতে চায় সত্যম বণিক। সে কোচবিহার জেলায় মাধ্যমিকে সকল পরীক্ষার্থীদের মধ্যে প্রথম। তার প্রাপ্ত নম্বর ৬৮৬। সে কোচবিহার রামভোলা হাই স্কুলের ছাত্র। মাধ্যমিকের এই সাফল্যের জন্য খুশি পরিবারের লোকজন। সে নিজেও খুশি। কারণ সে কখনোই ভাবে নি তাই এইরকম রেজাল্ট হবে।
সত্যমের স্বপ্ন,সে বিজ্ঞান বিভাগ নয়তো ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশুনা করতে চায়। পরবর্তীতে সে বড় হয়ে ইউপিএসসি ও আই পি এস পরীক্ষা দিয়ে প্রশাসন চালানোর দায়িত্ব নিতে চায়।
জানা গেছে,সত্যম বণিক মাধ্যমিকে জেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেছে। তার প্রাপ্ত নম্বর ৬৮৬। বাংলায় ৯৭, ইংরেজিতে ৯৬, অঙ্কে ১০০, ভৌতবিজ্ঞানে ৯৯, জীবন বিজ্ঞানে ১০০, ইতিহাস ৯৬ ও ভূগোল ৯৮ নম্বর পেয়েছে। মাধ্যমিক পরীক্ষার ৭৫ দিন পর আজ তার রেজাল্ট। সেই রেজাল্ট দেখায় যায় ১৬টি জেলায় প্রথম দশের মধ্যে রয়েছে ১১৮ জন। তার মধ্যে কোচবিহার জেলায় তিন জন রয়েছে। তারা হলে সত্যম বণিক ৬৮৬ (সপ্তম), প্রত্যুষা বর্মন ৬৮৫ (অষ্টম), তুষার দেবনাথ ৬৮৪ (নবম)।