নিজস্ব সংবাদদাতা চাকদহঃ১৯শে মে—-গত এপ্রিল মাসের মাইনা পাইনি। মে মাসের কুড়ি দিন হয়ে গেলো আজ ও মাইনা হাতে পেলাম না।এমনি অভিযোগের আঙ্গুল তোলে আধিকারিকের বিরুদ্ধে।সি আই টি ইউ অনুমোদিত পশ্চিমবঙ্গ আই সি ডি এস কর্মী সমিতি। চাকদহ আই সিডিএস কর্মীরা তাদেরই অফিসের সামনে প্রতিবাদের ঝড় তোলে। বর্তমানে চাকদহ ব্লক ও পৌরসভা নিয়ে হেলপার সহ বারোশো কর্মী আছে।তারা দশ দফা দাবী জানিয়ে ডেপুটেশন দেয় শিশু বিকাশ সেবা প্রকল্পের আধিকারিক কিরণ চন্দ্র ঢাকায়ের কাছে।তারা জানায়, আমাদের যে ছটি প্যাকেজ আছে তার বাইরে কাজ করানো যাবে না।অতিরিক্ত কাজের জন্য অতিরিক্ত পয়সা দিতে হবে।স্থায়ীকরন ও বেতন বৃদ্ধির সাথে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী সহায়িকাদের গ্র্যাচুয়িটির আওতায় আনতে হবে।শিশুদের খাদ্য অর্থ বরাদ্দ বৃদ্ধি সহ দশ দফা দাবী জানিয়ে ডেপুটেশন দেয় পশ্চিমবঙ্গ আই সি ডি এস কর্মী সমিতির পক্ষ থেকে।সম্পাদিকা লক্ষ্মী দাস বলেন, একটা শিশু দৈনিক খরচ আট টাকার মতোন। এই আট টাকার মধ্যে চাল,ডাল, ডিম,জ্বালানি,তেল,নুন,হলুদ সহ সবজি ধরা আছে। আপনারা দেখবেন চালের জন্য ধরা হয়। একশো গ্রাম চালের দাম আট টাকা। আশি টাকা কেজি। চাল টা টা দেখলেই বুঝতে পারবেন কি কোয়ালিটির চাল।তাছাড়া সবজির কি দাম এই টাকায় হয়। সবজি ও ডিম মশলার পয়সা আগে দিতে হবে।কতদিন আর ঘর থেকে পয়সা দিয়ে জিনিস কিনবো। একি কথা বলেন সভানেত্রী নিলীমা মিস্ত্রী তাতে সাইদেন আই সি ডি এস কর্মীরা।শিশুবিকাশ সেবা প্রকল্পের আধিকারিক বলেন, আমি ডেপুটেশন টা পেয়েছি। আমি আমার উর্ধ্বতন কর্তৃপক্ষ জানাবো।