বেসিক মিনিমাম সার্ভিস বা বিএমএস ফান্ডে ১০ টি প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠান করাল বালুরঘাট পুরসভা৷

0
150

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- বেসিক মিনিমাম সার্ভিস বা বিএমএস ফান্ডে ১০ টি প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠান করাল বালুরঘাট পুরসভা৷ শুক্রবার দুপুরে বালুরঘাট পুরসভা চত্বর থেকে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে কাজের শুভ সূচনা করা হয়। যেখানে উপস্থিত ছিলেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র, সদর মহকুমা শাসক সুমন দাশগুপ্ত, প্রাক্তন পুর প্রশাসক শেখর দাসগুপ্ত, এমসিআইসি মহেশ পারখ, বিপুল কান্তি ঘোষ সহ অন্যান্য বিশিষ্টজনরা। পাশাপাশি উপস্থিত ছিলেন বিশিষ্ট জনরা। দশটি ওয়ার্ডে সবমিলিয়ে ১ কোটি ৪২ লক্ষ ৫৩ হাজার টাকার কাজের জন্য বরাদ্দ করা হয়েছে। এদিন একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরসভার কাজের শুভ সূচনা করা হয়। প্রত্যেক ওয়ার্ডের কাজের ওয়াক অর্ডার তুলে দেওয়া হয়৷ মূলত ১০ টি ওয়ার্ডেই বিএমএস ফান্ডে নর্দমার কাজ করা হবে। এর ফলে ওয়ার্ডে নিকাশি ব্যবস্থার উন্নতি হবে।