নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- —– ভুক্তভোগী মানুষজনের দীর্ঘদিনের দাবি মেনে শুরু হয়েছে পাকুয়াহাট- বুলবুলচন্ডী রাজ্য সড়ক নির্মাণের কাজ। ৪৮ কোটি টাকা ব্যয়ে মালদা নালাগোলা রাজ্য সড়ক পূর্ণনির্মাণ কাজ শুরু হয়েছে বেশ কিছুদিন আগেই। আর এবার সেই রাস্তারই নিম্ন মানের কাজের অভিযোগ উঠল। হবিবপুরের বিধায়ক জয়েল মুর্মু এদিন সরজমিনে খতিয়ে দেখে এমন অভিযোগ তোলায় ব্যাপক আলোড়ন ছড়িয়েছে। সম্প্রতি হবিবপুরে এই রাস্তা কাজের শাসকদলের নেতারা নারকেল ফাটিয়ে কাজের শুভ সূচনা করেছিলেন। মালদা-নালাগোলা রাজ সড়কের পাকুয়াহাট থেকে বুলবুলচন্ডী পর্যন্ত বেহাল হয়ে ছিল দীর্ঘ বছর ধরে। মরণ ফাঁদের বড়ো বড়ো গর্ত আর খনাখন্দে ভরা রাস্তা দিয়ে মানুষজনের যাতায়াতে দুর্ভোগের সীমা ছিল না। প্রায় ৪৮ কোটি টাকা ব্যয়ে হবিবপুরের বুলবুলচন্ডী স্টেশন থেকে বামনগোলা ব্লকের পাকুয়াহাট পর্যন্ত রাস্তার পূর্ণনিমনের কাজের সূচনা হওয়ায় খুশি হয়েছিলেন মানুষজন। কিন্তু এবার বিধায়কের দাবি অনুযায়ী রাস্তার কাজ নিম্ন মানের হওয়ার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার হবিবপুর বিধানসভার বিধায়ক জয়েল মুর্মু এই নিম্নমানের রাস্তার কাজের অভিযোগ খতিয়ে দেখতে হাজির হন পাকুয়াহাটে । এদিন বিধায়ক সরজমিনে রাস্তার কাজ খতিয়ে দেখেন। তিনি বলেন, পাকুয়াহাট থেকে বুলবুলচণ্ডী পর্যন্ত দীর্ঘ বছর ধরেই রাজ্য সড়কটি বেহাল হয়ে রয়েছে। আমি বিভিন্ন সময় সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ জানিয়েছি। বিধানসভায় আওয়াজ তুলেছি। অবশেষে এই রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছে। কিন্তু অভিযোগ আসছে নিম্ন মানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণ হচ্ছে। তাই অভিযোগের সত্যতা যাচাই করবাম। নির্মাণ কাজে ব্যবহার করা মালের স্যাম্পল কলকাতা নিয়ে গিয়ে টেস্ট করিয়ে সেটা প্রমাণ করাবো। জনগনের জন্য নির্মাণ করা রাস্তা নিম্নমানের সামগ্রী দিয়ে হতে দিবো না। প্রয়োজনে পরবর্তীতে মানুষজনকে সাথে নিয়ে আন্দোলনে নামবো।
Home রাজ্য উত্তর বাংলা ভুক্তভোগী মানুষজনের দীর্ঘদিনের দাবি মেনে শুরু হয়েছে পাকুয়াহাট- বুলবুলচন্ডী রাজ্য সড়ক নির্মাণের...