নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- —-হঠাৎই পাইকড় গাছের ডাল ভেঙে পড়ে শুক্রবার সকালে হবিবপুর থানার আইহোজাদবনগর মাঠের কাছে।সেই গাছের ডাল কেটে সরানোর জন্য এদিন আট্টা নাগাত লোক আসে ঘটনা স্থলে।গাছের ডাল কাটার জন্য শুরু হয় কাজ ওই গাছকাটা কর্মীরা গাছের নিচে থাকা বাচ্চাদের ছড়িয়ে দেয় যাতে কোন দুর্ঘটনা ঘটে হঠাৎই সেই মুহূর্তে গাছের পাতা কুড়োতে এসে দুটো বালক গাছের নিচে চাপা পড়ে যাই। একজন অল্পের জন্য যাই অপরজন গাছের ডাল চাপ পড়ে গুরুতর অবস্থায় থাকে এলাকাবাসী উদ্ধার করে ব্লু চণ্ডী গ্রামীণ হাসপাতালে পাঠায় সেখানে চিকিৎসক ওই বালককে মৃত বলে জানিয়ে দেয়। ঘটনা খবর পেয়ে ছুটে আসে হবিবপুর থানার পুলিশ সহ গ্রাম পঞ্চায়েত সদস্য এবং গ্রাম পঞ্চায়েতের সদস্যরা ঘটনাটি ঘটে আইহো অঞ্চলের যাদব নগর মাঠে।এলাকা ও পঞ্চায়েত সদস্য তরফে জানা গিয়েছে এদিন সকালে হঠাৎ মাঠের পাশে থাকা একটি পাইকর গাছের ডাল ভেঙে পড়ে মাঠে ও নদীতে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যায় এবং বাড়িও এক অংশ ক্ষতি হয়েছে। রাস্তার বন্ধ হওয়ায় সেই গাছ কেটে রাস্তার পরিস্কার করা হছিলো বলে জানতে পারে সেই সময় হঠাৎ সেই গাছের ডালের নিচে পাতা কুড়াতে আসে এক ছয় বছরের বালক হঠাৎ দুই জনের উপরে গাছের ডাল পরে যায়। একজন অল্পের জন্য প্রাণে বাঁচে অপরজন গাছের নিচে চাপা পড়ে থাকে হঠাৎই দেখতে পেয়ে এলাকাবাসী ছুটে আসে তড়িঘড়ি তাকে উদ্ধার করে বুলবুলচন্ডী গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানিয়ে দেয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে হবিবপুর থানার পুলিশ তদন্ত শুরু করে, মৃতদেহটি ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ পাঠানো হবে বলে জানা গেছে পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই বালকের নাম
হিজাত সবজি বয়স(৬)বাবার নাম গুলু সবজি আইহো শুকনগর সবজি পাড়ায় এলাকায় বাড়ি।