২২ মে এই বাঁকুড়া পুনরায় নব জোয়ার কর্মসূচি শুরু হবে, রোড শোতে বক্তব্য রাখতে গিয়ে বলেন অভিষেক বন্দোপাধ্যায়ের।

0
296

আবদুল হাই, বাঁকুড়াঃ গতকাল তৃণমূলের নবজোয়ার কর্মসূচি নিয়ে বাঁকুড়া জেলায় প্রবেশ করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় । আজ সেই নবজোয়ার কর্মসূচির অঙ্গ হিসেবে রোড শো এবং অধিবেসন হওয়ার কথা ছিল বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সোনামুখী, পাত্রসায়ের এবং ইন্দাসে ও পরে রাত্রিবাসের কথা ছিল মন্দির নগরী বিষ্ণুপুরে । কিন্তু মাঝ পথেই সিবিআই এর তলবের জেরে সেই কর্মসূচিকে স্থগিত করে কলকাতার উদ্দেশ্যে রওনা দিতে হচ্ছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে । এদিন বাঁকুড়ার সোনামুখী পৌরশহরে রোড শো করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । রোড শোর ভিড়ের মাঝেই সিবিআই এর বিরুদ্ধে সুর চরাতে দেখা গেল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে । তিনি বলেন অনেকভাবে গরু পাচার কাণ্ডে বা কয়লা কান্ডে একাধিকবার সিবিআই তাঁকে তলব করেছে কিন্তু কিছুই করতে পারেনি । এইবার এসএসসি কাণ্ডে তাঁকে তলব করেছে সিবিআই । তিনি বলেন খোলা মঞ্চে আমি বলে যাচ্ছি ‘ সিবিআই যদি এসএসসি কাণ্ডে কোথাও এতটুকু আমার বিরুদ্ধে প্রমাণ আনতে পারে একদিকে সংবাদ মাধ্যম কে রেখে সেই প্রমাণ কে জনসমক্ষে এনে অপরদিকে একটা ফাঁসির মঞ্চ করতে সেই ফাঁসির মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায় মৃত্যুবরণ করবে ‘ । এদিন সোনামুখীতে জনসমক্ষে গাড়ির উপর ওঠে ভাষণ দেওয়ার পরেই তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা দেন । আগামী সোমবার অর্থাৎ ২২মে এই বাঁকুড়া থেকে তৃণমূলের নবজোয়ার কর্মসূচি আবার পুনরায় শুরু করবেন বলেই তিনি জানিয়েছেন ।