অভিষেক বন্দ্যোপাধ্যায় যে গুরুদায়িত্ব তাকে দিয়েছেন তা নিষ্ঠার সঙ্গে পালন করবেন বলে জানালেন সৌমেন রায়।

0
134

উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ- আগামী দিনে বাংলার শিক্ষক শিক্ষিকাদের নিয়ে শিক্ষক সংগঠনকে এক নতুন মাত্রায় নিয়ে যেতে চান কালিয়াগঞ্জের বিধায়ক তথা পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের শিক্ষক সংগঠনের সভাপতি সৌমেন রায়। আজ তিনি কলকাতা থেকে কালিয়াগঞ্জে ফিরেই এক সাক্ষাৎকারে এমন কথাই জানালেন বিধায়ক সৌমেন রায়। তিনি বলেন যেভাবে তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে গুরুদায়িত্ব তাকে দিয়েছেন তা নিষ্ঠার সঙ্গে পালন করবেন বলে তিনি এ কথা জানানোর পাশাপাশি তিনি বলেন দায়িত্ব পেয়ে খুব ভালো লাগছে, আগামী দিনে কাজ করার একটা জায়গা পাওয়া গেল। তিনি বলেন 21 সালে নির্বাচনের পর ভারতীয় জনতা পার্টি মুখ থুবড়ে পড়ার পর বিভিন্নভাবে তারা বাংলায় অরাজকতা সৃষ্টি করছে । যখনই কোন শিক্ষক নিয়োগের চেষ্টা করতে সরকার তখনই কেস করে দিচ্ছে এবং বিভিন্নভাবে হ্যাকেল করার চেষ্টা করছে। এটা বড় কথা নয় তিনি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানুষের পাশে রয়েছেন তাই আগামী দিনে তৃণমূল কংগ্রেস ও বাংলায় থাকবে এই নিয়ে কোন সন্দেহ নেই।