নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- একদিকে শিলা বৃষ্টি সঙ্গে দমকা হাওয়া অপরদিকে হাতির তান্ডব সব মিলিয়ে আংশিক ক্ষতি আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের বিস্তির্ন এলাকা। শনিবার সকালে কুমারগ্রাম ব্লকের বিভিন্ন এলাকায় লক্ষ্য করা গিয়েছে শুক্রবার রাতের ঝড় এবং হাতির তান্ডবের চিত্র। ঝড়ের ফলে শনিবার দুপুরের পরেও বিদ্যুৎ বিচ্ছিন্ন লস্করপাড়া, বারবিশার সহ একাধিক জায়গা। রাস্তায় রাস্তায় বৈদ্যুতিক তারের উপর ঝুলে রয়েছে বিশাল আকারের গাছের ডাল। লস্করপাড়া এলাকায় ক্ষতি হয় সেগুন গাছের বাগান। অপর দিকে শুক্রবার রাতে চেংমারী গ্রাম পঞ্চায়েতের ঘাকসা পাড়া এলাকায় তান্ডব চালায় বক্সার জঙ্গলের হাতি। ক্ষতি করে দেয় সুপারি বাগান, কলা বাগান, ভুট্টা ও পাট চাষের। ক্ষতি পুরনের দাবি জানিয়েছেন এলাকার কৃষকরা। এই বিষয়ে ঘোরামারা বিটের বিট অফিসার অভিজিৎ ভট্টাচার্য জানান, গ্রামবাসীরা আমাকে কিছুই জানায়নি। তবে ঘাকসা পাড়া এলাকায় হাতি ফসলের ক্ষতি করেছে ঘটনাটি আমি শুনেছি। বনদপ্তরের তরফ থেকে বিষয়টি খতিয়ে দেখা হবে।
Home উত্তর বাংলা আলিপুরদুয়ার একদিকে শিলা বৃষ্টি সঙ্গে দমকা হাওয়া অপরদিকে হাতির তান্ডব সব মিলিয়ে আংশিক...