গরীবের ফ্রিজ আধুনিক যুগের সঙ্গে তাল মেলাতে বাজারে এলো মাটির বোতল মাটির জগ।

0
126

নদীয়া, নিজস্ব সংবাদদাতা: দিন দিন বৃদ্ধি হচ্ছে গরম। আর এই গরমে সাধারণ মানুষের প্রাণ ওষ্ঠাগত। বৃষ্টির জন্য আকাশ পানে চেয়ে” আল্লা মেঘ দে পানি দে ” তবে এমন গরমে প্রচণ্ড সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। পাশাপাশি এই গরমে একটু ঠান্ডা জল পাওয়ার জন্য হাপিততেস করে বসে থাকার দিন শেষ। গরীব মানুষদের কথা চিন্তা করে আবার সাধারণ মানুষদের কথা ভেবে গরীবের ফ্রিজ খুঁজো, কলসী যেমন তৈরি হচ্ছে পাশপাশি জলের বোতল, জগ তৈরি করে মৃৎশিল্পীরা কিছুটা অর্থের মুখ দেখতে পাচ্ছেন রানাঘাট অনুলিয়া অঞ্চলে দুই ঘর মৃৎ শিল্পীরা তারা এখন মাটির বোতল, জগ তৈরি করছেন। এমনকি বিভিন্ন রাজ্যে পাঠাচ্ছেন। এবং ভালো চাহিদা আছে। গরীব মানুষরা যারা ফ্রিজ কিনতে পারেনা তারা কম দামে এমন মাটির কলসি জালা, বোতল ,জগ কেনেন। আর এই জলের পত্র দাম ৫০থেকে শুরু করে ১৫০টাকা। দোয়াস মাটি তে এই সব জিনিস তৈরি হয় মাটির দাম ও বৃদ্ধি হয়েছে তার মধ্যে এই কলসি, জালা, মাটির বোতল, জগ এর চাহিদা দিন দিন বাড়ছে।