নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- প্লাস্টিক মুক্ত শহর গড়তে ফের আচমকা অভিযানে মহকুমাশাসক। জানা গিয়েছে, বেশ কিছুদিন থেকেই আলিপুরদুয়ারের মহকুমাশাসক উঠে পড়ে লেগেছেন প্লাস্টিকমুক্ত সমাজ গড়তে। জানা গিয়েছে, এই কয়েক দিন যাবত মহকুমাশাসক বিপ্লব সরকারের অভিযানে প্রায় ১০০ কুইন্টালের কাছাকাছি নিষিদ্ধ প্লাস্টিক বাজেয়াপ্ত করা হয়েছে। সেই মতই আজ শনিবার আলিপুরদুয়ার জেলা শহরের কোর্ট সংলগ্ন বাজার,নিউটাউন বাজার সহ ২/৩ টে বাজারে আচমকা অভিযানে নেমে প্লাস্টিক বাজেয়াপ্ত করেন পাশাপাশি ৩০ জনকে জরিমানাও করা হয়েছে বলে জানা যায়। এদিনের অভিযান নিয়ে মহকুমাশাসক বিপ্লব সরকার জানান, এদিন বেশ কয়েকটি বাজারে আমরা অভিযান চালিয়ে দেখেছি খুচরো বিক্রেতারা ক্রেতাদের নিষিদ্ধ প্লাস্টিককে জিনিসপত্র দিচ্ছে তাদের সতর্ক করা হয়েছে এবং জরিমানাও করা হয়েছে।