পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- প্রতিনিয়ত বর্ধমান স্টেশনে প্রচুর সংখ্যক মানুষ যাতায়াত করেন। এই যাতায়াতের সময় অসাবধানতা বসত অনেক সময় যাত্রী ফোন হারিয়ে ফেলেন বা অনেক সময় চুরি হয়ে যায়। সেই সমস্ত মোবাইল উদ্ধার করে বর্ধমান জিআরপি থানার পক্ষ থেকে ফিরিয়ে দেওয়া হলো প্রাপকদের হাতে। ফোন পেয়ে খুশি প্রাপকরা। এর আগেও আমরা দেখেছি বর্ধমান জিআরপি থানার উদ্যোগে বহু মানুষের হাতে তুলে দেয়া হয়েছে তাদের হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া মোবাইল। বর্ধমান জিআরপি থানার পক্ষ থেকে এই অনুষ্ঠানটির নাম দেওয়া হয়েছে ফিরে পাওয়া। তিসা খা তার মোবাইল ফোন ফিরে পেয়ে তিনি জানান, আমার মোবাইল ফোনটি হারিয়ে গিয়েছিল। মোবাইল ফোনের মধ্যে আমার গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্ট ছিল। তাই মোবাইল ফোনটা ফিরে পেয়ে আমি খুব খুশি। আমি অসংখ্য ধন্যবাদ জানাবো বর্ধমান জিআরপি থানার অফিসারদের।