কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- পুকুরের পাড় বাঁধতে গিয়ে কোদালের আঘাতে বোমা বিস্ফোরণে গুরুতর আহত ১ যুবক। আহত ওই যুবকের নাম মোজাফফর মিয়া। ঘটনাটি ঘটেছে ভেটাগুড়ি ২ নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দক্ষিণ বালাডাঙ্গা এলাকায়। ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ভেটাগুড়ি ২ নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দক্ষিণ বালাডাঙ্গা এলাকার বাসিন্দা আজাদ মিয়ার বাড়ির পেছনে থাকা একটি পুকুর পাড় বাঁধতে দুজন শ্রমিক নিয়েছিল। সকাল থেকে তারা সেই পুকুরের পাড় বাঁধছে। সেই সময় একজন কোদাল দিয়ে মাটি কাটতে গেলে বোমাতে গিয়ে কোদাল লেগে যায়। যার ফলে সেই বোমা বিস্ফোরক হয়। এবং তার চোখে ও মুখে গুরুতর আঘাত লাগে। পরে তাকে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার চিকিৎসা চলছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
আহত যুবকের স্ত্রী রেহানা খাতুন বিবি বলেন, সকালে আমার স্বামী ও শফিকুল মিয়া দুজনে বাড়ির পিছনে পুকুরের পাড় বাঁধার কাজ করছে। কাজ করতে করতে মাটির তলায় একটি বোমা ছিল কেউ বুঝতে পারে নি। কোদালের আঘাতে ওই বোমা ফেটে যায়। সেখানে আমার স্বামীর চোখ ও মুখ ফেটে যায়। তাকে স্থানীয়রা তাকে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সে গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।